হ্যাঁ, এবার টেবিলও আপনার ছোট্ট ব্যাগে ভরে যেখানে খুশি নিয়ে যেতে পারবেন। দুজনের ব্যবহার উপযোগী 'ন্যাপকিন টেবিল' নামের বহনযোগ্য এ টেবিলটি ফোল্ড করে যেমন ব্যাগের মধ্যে ভরে রাখা যাবে, তেমনি দরকারে এটি খুলে পরস্পরের গলায় বেঁধে টেবিল হিসেবে ব্যবহার করা যাবে।
তাইওয়ানের তাংহাই ইউনিভার্সিটির ইন্ডাস্ট্রিয়াল ডিজাইন থেকে সদ্য স্নাতক করা দুই তরুণ শিক্ষার্থী বিচিত্র এ বহনযোগ্য টেবিলটি তৈরি করেছেন। আধুনিক প্রযুক্তির সঙ্গে দেশটির খাবার সংস্কৃতির মেলবন্ধন ঘটাতেই বিচিত্র এ টেবিলটি তৈরিতে হাত দেন এ দুই ডিজাইনার। খুব ব্যক্তিগত এ টেবিল দুজনের মধ্যে সম্পর্ক, হৃদ্যতা ও মিথস্ক্রিয়া বাড়াবে বলেই এর উদ্ভাবকদের বিশ্বাস।
একটি মন্তব্য পোস্ট করুন
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.