GuidePedia

0


ছাত্রদের মন ঘুরে যাচ্ছে অন্যদিকে। পড়াতে পারছেন না শিক্ষকরাও। তাই স্কুলে ছাত্রীদের স্কার্ট পরা বন্ধ। ব্রিটেনের ওয়েস্ট মিডল্যান্ডের একটি স্কুলে এমনই সিদ্ধান্ত নিয়েছেন প্রধান শিক্ষিকা। তিনি জানিয়েছেন, ছাত্রীরা এতটাই উন্মুক্ত অবস্থায় স্কুলে আসছিল, যে তিনি বিরক্ত হয়ে এই সিদ্ধান্ত নিয়েছেন।

এখন থেকে ছাত্রীদের ট্রাউজার পরতে হবে। শিক্ষিকা জানিয়েছেন, ‘ছাত্রীরা যত বড় হয় তাদের স্কার্ট ততই ছোট হয়। স্কার্টে পা প্রায় ঢাকা পড়ে না বললেই চলে।’ এটা উচিৎ নয় বলে মন্তব্য করেছেন তিনি। কিছু ছাত্রীকে নতুন স্কার্ট কিনে পরে আসতে বলা হয়েছে।


শিক্ষিকা ব্লেঙ্কো আরও বলেছেন, ছাত্রীরা ওই স্কার্ট পরে সিড়ি দিয়ে ওঠানামা করে কিংবা ক্লাসে বসে থাকে। তখন শিক্ষক ও স্কুলের পুরুষকর্মীদের মধ্যে অন্যমনস্কতা দেখা দিচ্ছে, যা কখনই কাম্য নয়। এই স্কুল শুধুমাত্র পড়াশোনার উন্নয়নেই জোর দিতে চায় বলে দাবি ওই শিক্ষিকার। তাই এই সিদ্ধান্ত।

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top