ফ্রী এস.এম.এস ... যত খুশি।
বাংলা এস.এম.এস ,বাংলা এস.এম.এস সার্ভিস ,এস এম এস বই
তুমি আছ বলে...
তুমি আছ বলে মন ফুরফুরে,
সঙ্গে চিপস কুরকুরে।
তুমি হাসো বলে বৃষ্টি রিমঝিম,
কখনো পেপসি, কখনো আইসক্রিম।
তুমি বন্ধু বলে এত পাগলামি,
বন্ধু তুমি বড়ই হারামি।।
তোর জন্য আনতে পারি...
তোর জন্য আনতে পারি আকাশ থেকে তারা,
তুই বললে বাচতে পারি অক্সিজেন ছাড়া।
পৃথিবী থেকে লুটাতে পারি বন্ধু তোরি পায়,
এবার তুই বল, এভাবে আর কত মিথ্যা বলা যায়!!!
তুই বললে বাচতে পারি অক্সিজেন ছাড়া।
পৃথিবী থেকে লুটাতে পারি বন্ধু তোরি পায়,
এবার তুই বল, এভাবে আর কত মিথ্যা বলা যায়!!!
এস.এম.এস করলাম সেন্ড...
এস.এম.এস করলাম সেন্ড প্রিয়ার নাম্বারটাতে,
এস.এম.এস পড়ল গিয়ে প্রিয়ার বাবার হাতে।
কপাল খারাপ হলে বুঝি কত কিছুই যে হয়,
প্রিয়ার বাবা মোবাইলে দেখায় শুধু ভয়।
এক এস.এম.এস এ লেগে গেল জিলাপির প্যাচ,
তাইতো এখন করি না মোবাইল এস.এম.এস।
এস.এম.এস পড়ল গিয়ে প্রিয়ার বাবার হাতে।
কপাল খারাপ হলে বুঝি কত কিছুই যে হয়,
প্রিয়ার বাবা মোবাইলে দেখায় শুধু ভয়।
এক এস.এম.এস এ লেগে গেল জিলাপির প্যাচ,
তাইতো এখন করি না মোবাইল এস.এম.এস।
কি দিন আইছে রে...
কি দিন আইছে রে, বাতাস বইতেছে,
পাখি গান গাইতেছে,গরু ঘাস খাইতেছে,
জিনিয়াসরা এস.এম.এস করতাছে,
আর বলদেরা এস.এম.এস পড়তাছে।
পাখি গান গাইতেছে,গরু ঘাস খাইতেছে,
জিনিয়াসরা এস.এম.এস করতাছে,
আর বলদেরা এস.এম.এস পড়তাছে।
মনে আছে সেই দিনের কথা...
মনে আছে সেই দিনের কথা, ঝিরি ঝিরি হাওয়া বইছিলো, ট্রেন প্লাটফর্মে দাড়াল,
তুমি আমায় দেখলে, আমি একটা ক্লোজ আপ মার্কা হাসি দিলাম,
তুমি গুটি পায়ে কাছে এলে আর বললে...
আল্লাহর ওয়াস্তে কিছু দেনগো মা!!!
তুমি আমায় দেখলে, আমি একটা ক্লোজ আপ মার্কা হাসি দিলাম,
তুমি গুটি পায়ে কাছে এলে আর বললে...
আল্লাহর ওয়াস্তে কিছু দেনগো মা!!!
স্বপ্ন সেতো সুন্দর...
স্বপ্ন সে তো সুন্দর,
ছুয়ো না মলিন হবে।
জীবন সে তো গল্প,
লিখ না নষ্ট হবে।
মন সে তো মন্দির,
ভেঙোনা পাপ হবে।
বন্ধু সে তো বিহঙ্গ,
ভুল বুঝনা হারিয়ে যাবে।
ছুয়ো না মলিন হবে।
জীবন সে তো গল্প,
লিখ না নষ্ট হবে।
মন সে তো মন্দির,
ভেঙোনা পাপ হবে।
বন্ধু সে তো বিহঙ্গ,
ভুল বুঝনা হারিয়ে যাবে।
মেঘলা আকাশ, মেঘলা মন...
মেঘলা আকাশ, মেঘলা মন
মেঘের সাথে কথোপকথন।
আমি আছি যেমন তেমন
তুমি বন্ধু আছ কেমন?
মেঘের সাথে কথোপকথন।
আমি আছি যেমন তেমন
তুমি বন্ধু আছ কেমন?
বন্ধু মানেই একসঙ্গে...
বন্ধু মানেই একসঙ্গে অনেকটা পথ চলা,
বন্ধু মানেই প্রাণের কথা যা কাওকে যায় না বলা।
যতই নামুক রাত্রি গভীর ঘনাক আঁধার কালো,
বন্ধু মানেই হাজার খুশি হাজার তারার আলো।
বন্ধু মানেই ভোর রাঙা অই সূর্য হাসি আকাশ,
আর যা হারায় হারাক এ জীবন থেকে
বন্ধু তুই যেন না হারাস।।
বন্ধু মানেই প্রাণের কথা যা কাওকে যায় না বলা।
যতই নামুক রাত্রি গভীর ঘনাক আঁধার কালো,
বন্ধু মানেই হাজার খুশি হাজার তারার আলো।
বন্ধু মানেই ভোর রাঙা অই সূর্য হাসি আকাশ,
আর যা হারায় হারাক এ জীবন থেকে
বন্ধু তুই যেন না হারাস।।
জীবনটা ধর সাগর...
জীবনটা ধর সাগর, আর হৃদয় তার তীর।
বন্ধু হলো সাগরের ঢেউ।
তোমার সাগরে অনেক ঢেউ থাকতে পারে
তবে ব্যাপার হল সবগুলো ঢেউ কি তীর স্পর্শ করতে পারে?
বন্ধু হলো সাগরের ঢেউ।
তোমার সাগরে অনেক ঢেউ থাকতে পারে
তবে ব্যাপার হল সবগুলো ঢেউ কি তীর স্পর্শ করতে পারে?
তোর জন্য আনতে পারি...
তোর জন্য আনতে পারি আকাশ থেকে তারা,
তুই বললে বাচতে পারি অক্সিজেন ছাড়া।
পৃথিবী থেকে লুটাতে পারি বন্ধু তোরি পায়,
এবার তুই বল, এভাবে আর কত মিথ্যা বলা যায়!!!
তুই বললে বাচতে পারি অক্সিজেন ছাড়া।
পৃথিবী থেকে লুটাতে পারি বন্ধু তোরি পায়,
এবার তুই বল, এভাবে আর কত মিথ্যা বলা যায়!!!
যদি যন্ত্রণার প্রতিধ্বনি শুনতে পেয়ে...
যদি যন্ত্রণার প্রতিধ্বনি শুনতে পেয়ে কোন বন্ধু না পাও,
যদি ভাঙ্গনের শব্দ শুনে ভয় পাও,
যদি নীল আকাশ, কালো হতে দেখো,
ভালোবাসার অনাবৃষ্টিতে কষ্ট পাও,
যদি না পাওয়ার ব্যার্থতায় হৃদয় চৌচির হয়ে যায়,
যদি প্র্রলয়ের দিনে বৈশাখী শ্রাবণে উপলব্ধি কর আমায়,
যদি ঘন বরষায় তোমার নদী শুকিয়ে যায়,
যদি কখনো না পাওয়ার বেদনা তোমায় কষ্ট দেয়,
যদি কখনো কারো কথায় মন ভেঙ্গে যায়, তবে
স্মরণ করো আমায়। আমাকে পাশে পাবে বন্ধু সে সময়।।
যদি ভাঙ্গনের শব্দ শুনে ভয় পাও,
যদি নীল আকাশ, কালো হতে দেখো,
ভালোবাসার অনাবৃষ্টিতে কষ্ট পাও,
যদি না পাওয়ার ব্যার্থতায় হৃদয় চৌচির হয়ে যায়,
যদি প্র্রলয়ের দিনে বৈশাখী শ্রাবণে উপলব্ধি কর আমায়,
যদি ঘন বরষায় তোমার নদী শুকিয়ে যায়,
যদি কখনো না পাওয়ার বেদনা তোমায় কষ্ট দেয়,
যদি কখনো কারো কথায় মন ভেঙ্গে যায়, তবে
স্মরণ করো আমায়। আমাকে পাশে পাবে বন্ধু সে সময়।।
কোন রাজার সিংহাসন থেকে নয়....
কোন রাজার সিংহাসন থেকে নয়,
নয় হিমালয়ের প্রাদদেশ থেকে,
সাত সমুদ্র তের নদীর উপার থেকে নয়,
আমার হৃদয়ের ছোট্ট কুটির থেকে বলি-
"ভালো থাকো সবসময়"
পৃথিবীটা মাঝে মাঝে খুব অর্থহীন মনে হয়....
পৃথিবীটা মাঝে মাঝে খুব অর্থহীন মনে হয়,
কোথাও কোন ঐশ্বর্যের চিহ্ন নেই, স্পন্দন নেই,
তবু সবকিছুর অন্তরালে আমি বুনি সুখের স্বপ্ন
যেখানে তুমি আছ, আছি আমি।
আমায় ভালোবাসতে দাও এ জীবন দিয়ে....
আমায় ভালোবাসতে দাও এ জীবন দিয়ে
যেন হারাই তোমার মিষ্টি হাসিতে,
যেন থাকি সারাক্ষণই বাহুডোরে
ফিরে আস এই জীবনে নতুন করে।
চলে যাব অনেক দূরে...
চলে যাব অনেক দূরে,
তোমার দু'চোখ যেখান যায়
তার থেকে আরো দূরে;
তোমার মন যেখানে হারায়
তার থেকেও দূরে;
শুধু আজ আসব তোমার স্বপ্নে,
সেই ভোররাত্রে।
তোর ইচ্ছাগুলো উড়ে বেড়াক...
তোর ইচ্ছাগুলো উড়ে বেড়াক পাখনা দুটি মেলে,
দিনগুলি তোর যাকনা কেটে এমনি হেসে খেলে।
অপূর্ণ না থাকে যেন তোর কোন সুখ,
এই কামনায় ঈদ মোবারক।
দিনগুলি তোর যাকনা কেটে এমনি হেসে খেলে।
অপূর্ণ না থাকে যেন তোর কোন সুখ,
এই কামনায় ঈদ মোবারক।
ঈদ আনে বস্তা ভর্তি খুশি...
ঈদ আনে বস্তা ভর্তি খুশি,তাই তুমি খেয়ো পেট পুরে পোলাও আর খাশি।
তাই বলে ঈদ কখনো হবে না বেশি,
ঈদ মোবারক।
লাল এর মাঝে ভালবাসা...
লাল এর মাঝে ভালবাসা;
সাদা এর মাঝে বন্ধুত্ব;
নীল এর মাঝে কষ্ট;
কালো এর মাঝে অন্ধকার;
আর..
সবুজের মাঝে আমার বাংলাদেশ।
কার ভাবনায় দোলল আজি আমার মাতাল মন...
কার ভাবনায় দোললো আজি আমার মাতাল মন?
তাইতো কেবল উদাস হয়েই আছি সারাক্ষণ।
আমার মনের অবুঝ বনের সবুজ পাতার মাঝে,
দিন রজনী অচিন সুখে কার বাঁশরী বাজে?
কার ভাবনায় উত্থাল পাথাল অসীম লোকান্তর?
আসবে কি সে ছুইতে আমার ছন্নছারার ঘর?
তাইতো কেবল উদাস হয়েই আছি সারাক্ষণ।
আমার মনের অবুঝ বনের সবুজ পাতার মাঝে,
দিন রজনী অচিন সুখে কার বাঁশরী বাজে?
কার ভাবনায় উত্থাল পাথাল অসীম লোকান্তর?
আসবে কি সে ছুইতে আমার ছন্নছারার ঘর?
যখন তোমার মাঝে আমি আমার ছায়া দেখি...
যখন তোমার মাঝে আমি আমার ছায়া দেখি,তুমি তখন বললে হেসে-"পাগল হওয়ার বাকি"
পাগল আমি হয়েই আছি, বুঝতে কি পাও তুমি?
আমার হৃদয় তুমি হীনা শূণ্য মরুভূমি।
তাই কি তুমি ওইরা গেলে শূণ্যে মেলে ডানা?
স্বপ্নে শুধু তোমায় দেখি,
ছুঁইতে গেলে মানা।
ভালোবাসা দাও চুল পরিমান
ভালোবাসা দাও চুল পরিমান,ভালোবাসা নাও আকাশ সমান।
আমায় নিয়ে ভাব একটুক্ষণ,
তোমায় নিয়ে ভাবতে দাও মৃত্যু অবধি।
আমার আকাশ আধার কালো
আমার আকাশ আধার কালো,তোমার হাতে চন্দ্র তারা;
তোমার মাঝে আমার আমি,
বিলিয়ে দিয়ে আত্মহারা।
কষ্টগুলো লুকিয়ে রেখে আনন্দেতে পাগলপারা
তাই তো আমি ছন্নছাড়া।
কত অজানারে জানাইলে তুমি
কত অজানারে জানাইলে তুমি(ফেইসবুক)
কত মনে দিলে ঠাঁই-
দূরকে করিলে নিকট বন্ধু,
পরকে করিলে ভাই।
কত মনে দিলে ঠাঁই-
দূরকে করিলে নিকট বন্ধু,
পরকে করিলে ভাই।
সংগৃহীত শব্দাবলি
সংগৃহীত শব্দাবলি,অশ্রুবিজড়িত কাব্যগুলি,
বাক্য খুজে তোমার আশায়,
অন্ধ আমি পথ ভুলে যাই।
বাইরের আকাশ...
বাইরের আকাশ তোমার দু:খে ব্যাথিত হয়ে অঝর ধারায় অশ্রু যতই ঝরাক,
তাতে কি মনের আকাশে জমে থাকা ,কালো মেঘের ন্যায় দুঃখ টা দূর করতে পারবে?
তোমার সাজানো ঘর,তোমার আয়না
তোমার সাজানো ঘর,তোমার আয়না
আজ বলে তোমার কথা;
আমি খুজি তোমায় সেথায়
হারিয়েছি তোমায় যেথায়
তবু তোমায় কেন পাইনা?
তুমিও কি ভাবছ আমায়?
জেগে আছ রাত্রি একায়
সবই যে আজ স্মৃতির দোলা
তবুওত তোমায় হল না ভুলা।
আজ বলে তোমার কথা;
আমি খুজি তোমায় সেথায়
হারিয়েছি তোমায় যেথায়
তবু তোমায় কেন পাইনা?
তুমিও কি ভাবছ আমায়?
জেগে আছ রাত্রি একায়
সবই যে আজ স্মৃতির দোলা
তবুওত তোমায় হল না ভুলা।
সংকেতবাহী কিছু যন্ত্র-তরঙ্গে
সংকেতবাহী কিছু যন্ত্র-তরঙ্গে
চলে আসা তোমার বার্তা,
জমা হয় আমার মুঠোফোনে।
কিন্তু তার বর্ণহীন খাম হয়ত,
কখনো খোলা হবে না আর।
আমার বিমূঢ় ভালবাসা আর রুদ্র অভিমানে
তোমার সেই অনুভূতিবিহীন যান্ত্রিক চিঠি
তার শব্দ হারায়।
চলে আসা তোমার বার্তা,
জমা হয় আমার মুঠোফোনে।
কিন্তু তার বর্ণহীন খাম হয়ত,
কখনো খোলা হবে না আর।
আমার বিমূঢ় ভালবাসা আর রুদ্র অভিমানে
তোমার সেই অনুভূতিবিহীন যান্ত্রিক চিঠি
তার শব্দ হারায়।
স্বপ্নদেশের রাজকন্যা তুমি...
স্বপ্নদেশের রাজকন্যা তুমি আমার কাব্যের মূর্ছনা। কাল্পনিক সুখগুলোর হবে নতুন করে সুচনা। যদিও কাল্পনিক তুমি জানি তোমায় পাবনা।
পুনরায় ফেরার আগে কি এমন
পুনরায় ফেরার আগে কি এমন
ছোট্ট-ছোট্ট কথা বলার থাকে যে,
তোমাকে বারবার বলতে ইচ্ছে করে
অর্ধেক হৃদয়!হিয়ার ভেতর আমাকেও জাগাও কান্নায়;
হারানো দিনে পুরনো কথাও সন্দেহ জাগায়,
পথে ঘুরিফিরি সহস্র মুখ ভালো লাগে,
ছায়ায় পুনরায় ফেরার আগে তুমি বলো;
সব ছায়া কি আর একসাথে ভালোবাসা যায়?
ছোট্ট-ছোট্ট কথা বলার থাকে যে,
তোমাকে বারবার বলতে ইচ্ছে করে
অর্ধেক হৃদয়!হিয়ার ভেতর আমাকেও জাগাও কান্নায়;
হারানো দিনে পুরনো কথাও সন্দেহ জাগায়,
পথে ঘুরিফিরি সহস্র মুখ ভালো লাগে,
ছায়ায় পুনরায় ফেরার আগে তুমি বলো;
সব ছায়া কি আর একসাথে ভালোবাসা যায়?
হাত ভরতি বকুল....
হাত ভরতি বকুল। হয়তো কারো জন্যে তুলেছে।
নয়তো বা নিজের জন্যই মালা গাথঁবে। আমি বকুল ফুল চাইলাম;
সে মাথা নেড়ে বললো দেবেনা।
ফুল গুলো নিয়ে এক দৌড়ে সে চলে গেল।
মনটা খারাপ হয়ে গেল। একটা বকুল যদি পেতাম আহা!
নয়তো বা নিজের জন্যই মালা গাথঁবে। আমি বকুল ফুল চাইলাম;
সে মাথা নেড়ে বললো দেবেনা।
ফুল গুলো নিয়ে এক দৌড়ে সে চলে গেল।
মনটা খারাপ হয়ে গেল। একটা বকুল যদি পেতাম আহা!
রাতের তারার মত নি:সঙ্গ আমার প্রেম...
রাতের তারার মত নি:সঙ্গ আমার প্রেম,
তুমিহীনা এই হৃদয় যেন কষ্টের এক ভাঙ্গা ফ্রেম;
আমি তোমার দেয়া ব্যাথা রেখেছি যতনে,
মেনে নিয়ে তোমার সব অভিযোগ, রয়েছি একা;
মাঝে মাঝে কিছু পুরনো সুখের সাথে হয় দেখা,
তবু আমি ভালবাসি শুধু তোমাকেই গোপনে।
মনে নিয়ে তোমার সব অনুরাগ, রয়েছি দূরে;
মাঝে মাঝে কিছু পুরনো স্মৃতি আমাকে যায় পুড়িয়ে।
পাথরকে প্রশ্ন করেছি...
পাথরকে প্রশ্ন করেছি, তুমি কি কখনো কাঁদো?
পাথর আমাকে বলল- মানুষ যখন পাথর হয়, সেই কি তখন কাঁদে?এক মুঠো স্বপ্ন দিলাম, নিজের মত গড়িয়ে নিও...
এক মুঠো স্বপ্ন দিলাম, নিজের মত গড়িয়ে নিও;
এক মুঠো ভালোবাসা দিলাম, যত্ন করে রেখো;
এক মুঠো কষ্ট দিলাম, বেদনায় নীল হয়ে যেও;
এক ফুটো বৃষ্টি দিলাম, মনটাকে ভিজিয়ে নিও;
এক মুঠো রঙ দিলাম, পৃথিবীটাকে সাজিয়ে নিও;
এক মুঠো বাতাস দিলাম, দীর্ঘ নি:শ্বাস নিও;
এক মুঠো রঙধনু দিলাম, মনটাকে রাঙিয়ে নিও।
ইমু সেক্স ১০০০টাকা
উত্তরমুছুনফোন সেক্স ৫০০টাকা
01751519693 সেক্স টাইম ৬০মিনিট
সেক্স করতে কল দেও 01751519693
ইমু সেক্স ১০০০টাকা
ফোন সেক্স ৫০০টাকা
01751519693 সেক্স টাইম ৬০মিনিট
সেক্স করতে কল দেও 01751519693