GuidePedia

0

বিজ্ঞানের কল্যাণে সহজতর হয়েছে আমাদের জীবন। যোগাযোগের ক্ষেত্রে ঘটেছে অভূতপূর্ব পরিবর্তন। আগে যেখানে চিঠি ছাড়া দূরে থাকা প্রিয়জনের সঙ্গে যোগাযোগ করা যেত না, সেখানে মোবাইলের আগমনের মধ্য দিয়ে সম্ভব হয়েছে সে জটিলতাকে জয় করারর। প্রযুক্তির উন্নয়নে সম্ভব হচ্ছে ভিডিও কলও। যাতে করে দেখা যাচ্ছে হাজারো মাইল দূরে থাকা প্রিয়জনকে। কিন্তু ভিডিওতে প্রিয়জনের কন্ঠস্বর শোনা গেলেও তাকে ছুঁয়ে দেখার স্বপ্ন স্বপ্নই থেকে যায়।

তবে কেমন হবে যদি প্রযুক্তির কল্যাণে স্পর্শ করতে পারেন দূরে থাকার মানুষটিকে। দূরে থাকা সন্তানের মাথায় একটু হাত বুলিয়ে দেয়া কিংবা বন্ধুকে জড়িয়ে ধরা যদি সম্ভব হয় তবে কেমন হবে।


শুনতে অবিশ্বাস্য মনে হলেও এমনই এক লক্ষ্য নিয়ে কাজ শুরু করেছে এমআইটি একটি গবেষণা দল। তৈরি করে ফেলেছে একটি মডেল। চমৎকার এই প্রজেক্টটি দেখলে ভবিষ্যতে যে প্রিয়জনকে স্পর্শ করাও সম্ভব হবে এটা মানতে দ্বিধাবোধ করবেন না কেউই।

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top