ঘুম থেকে উঠে দেখি লুঙ্গি নেই!
ঘুম থেকে উঠে দেখি লুঙ্গি নেই ! বিছানার পাশে দেখি একটা চিঠিতে আমার বন্ধু লিখে গেছে,”দোস্ত,তোর লুঙ্গিটা নিয়ে গেলাম । আজ কলেজে লুঙ্গি ড্যান্স দিমু । কিছু মনে করিস না।” কি যুগ আইল । বন্ধুরে বিবস্ত্র কইরা লুঙ্গি নিয়া যায় লুঙ্গি ড্যান্স দিবার লাগি !
বাঙ্গালি কি জিনিস??

আমেরিকান লোকটি বন্দুকের একটা বুলেট পানিতে ফেলল। দৈত্য সাথে সাথে সাগরের পানিতে ডুব দিয়ে সেটা তুলে আনল,আর আমেরিকান লোকটিকে মেরে ফেলল।
এবার ইন্ডিয়ান লোকটি একটা সুই পানিতে ফেলে দিল।দৈত্য সাথে সাথে সাগরের পানিতে ডুব দিয়ে সেটা তুলে আনল,আর ইন্ডিয়ান লোকটিকে মেরে ফেলল।
এবার বাংলাদেশী লোকটির পালা। সে ওর- স্যালাইনের প্যাকেট খুলে সবটুকু স্যালাইন পানিতে ঢেলে দিল !!! এখন ঠেলা সামলাও,বাঙ্গালি কি জিনিস??
ভদ্রতাও খেয়ে ফেলল!!
মা মিষ্টি খাব। - শোন, মেহমান এসেছে, উনাকে মিষ্টি দেওয়া হবে। উনি তো আর সব মিষ্টি খাবেন না, ভদ্রতা করে একটা দুটো রেখে দেবেন। তখন ঘরে এনে খেও। বাচ্চা রাজি হল। মেহমানকে মিষ্টি দেওয়া হল। মেহমান খাচ্ছে। বাচ্চা দেখল মেহমান সব মিষ্টিই খেয়ে ফেলেছে। সে তখন চেঁচিয়ে উঠল, মা, মা, মেহমান তো ভদ্রতাও খেয়ে ফেলল।
ভালো লাগলে শেয়ার করবেন
একটি মন্তব্য পোস্ট করুন