GuidePedia

0
বিরহের কবিতা "সেদিনই মারিয়া, আমায় দিলো ছাড়িয়া"হাই স্কুলে পড়ার সময় প্রেমে পড়েছি যার,
সে ছিল সহপাঠী কুলসুম আক্তার,
ফাইনাল দিয়ে সেই যে গেল, তারপর দেখেনি আর।

ক্লাস সেভেনে পড়ি যখন,
প্রেমে পরে যাই সিনিয়র আপা’র।
সে ছিল খেলার সাথী,স্কুল শেষে এক সাথেই থাকি,
সুযোগ পেলেই মারি উঁকি ঝুঁকি।
এক ক্লাস জুনিয়র ভেবে
আপা করলো ভুল,
সে ভুলেই হয়ে গেলাম মস্তবড় লুল।
পাশে ডেকে আপা বলে “আমি না তোর বোন,
ওয়াহিদকে আমি ভালবাসি তুই হয়ে যা পিয়ন”।

প্রেম প্রীতি বাদ দিয়ে পড়ায় দিলাম মন,
সেবার আমি টেন এ পড়ি ছটফট সারাক্ষণ।
পরীক্ষা শেষে দাড়িয়ে ছিলাম মেয়েদের জানালার পিছে,
হঠাৎই এক মেয়ে বলে উত্তর বলে দিতে।
প্রশ্নপত্র চেয়ে নিয়ে উত্তর দিলাম লিখে,
i love u ও লিখে দিলাম এক্কেবারে নিচে।
প্রশ্নপত্র হাতে পেয়ে মেয়েটি দিলো হাসি,
ভালোবেসে ফেলেছি তাকে কি করে যে বলি,
খবর নিয়ে জানতে পারি ওর নাম কাকলী।
খাম্বা ধরে দাড়িয়ে থাকতাম ওর আসা যাওয়ার পথে,
কথা বলার সাহস হতোনা
ভীতু ছিলাম বলে।
এমন করেই একটি বছর হঠাত্‍ গেলো চলে।
তখন আমি কলেজে স্টুডেন্ট
সময় হাতে নাই
সেও নিরুপায়, আমিও লাজুক প্রেম আর হয় নাই।

২য় বর্ষে পড়ছি যখন, উদাস উদাস ভাব তখন,
পাড়ায় এল লাজুক একটি মেয়ে।
টানা টানা চোখ তার
ধনুকের মত নাক,
ফ্যালফ্যালিয়ে তাকিয়ে থাকি,
তাই তার এত রাগ,
এরপর দেখা হলে ও আমি হাসি
আর ও মারে ঢিল,
আপোষ করে চিঠি লিখলাম হয়ে গেলো মিল।
ঝগড়া শেষে প্রেমে পরে হাবুডুবু খাচ্ছি,
বছরখানিক সকাল-সন্ধ্যা দেখা করেই যাচ্ছি ।
সাহস করে জীর্ণতা সব দিলাম ঝেড়ে,
হাতে হাত রাখা, জড়িয়ে ধরা, চুমু খাওয়া গেলো বেড়ে।
একদিন দুজনে ওদের সিঁড়িতে পাশাপাশি ছিলাম বসে,
হূট করে ওর মা কোথা থেকে যেন সামনে পড়লো এসে।
কি করবো আজ ভেবে না পাই, কোন পথে যে পালিয়ে যাই,

সেদিনই মারিয়া, আমায় দিলো ছাড়িয়া ।

Collected, Source: Facebook Page-তোমাকে অনেক ভালবাসি(Love You More then I Can Say)

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top