GuidePedia

2

গেলো জুলাই মাসের ঘটনা। অস্ট্রেলিয়ার পশ্চিমাঞ্চলের সাগর তীরে মালয়েশিয়া এয়ারলাইন্সের লোগোযুক্ত এবং প্লাস্টিকে মোড়ানো একটি আদ্র টয়লেট পেপারের সন্ধান পান কিংসলি এবং ভিকি নামের এক দম্পতি। মঙ্গলবারের এক খবরে, এবিসি নিউজ জানায়, বিমান নিখোঁজের চারমাসের মাথায় এটি পাওয়া গেলেও তা গোপন রাখে কর্তৃপক্ষ।


মালয়েশিয়ার এয়ারলাইনসের লোগোযুক্ত এবং প্লাস্টিকে মোড়ানো ওই টয়লেটপেপার নিখোঁজ বিমানের কিনা তা নিয়ে চলছে তদন্ত। যদি সত্যি তেমনটা হয়ে থাকে, তবে পৃথিবীর বুকে রহস্যজনকভাবে হারিয়ে যাওয়া সবশেষ বিমান সনাক্ত হবার ক্ষেত্রে আরেকটি আশার আলো হবে একটি অপ্রয়োজনীয় টয়লেট পেপার।

সারভান্তেস শহরের কাছের একটি সমুদ্র সৈকতে টয়লেট পেপারটি খুঁজে পাওয়ার পর স্থানীয় পুলিশকে তা জানান কিংসলি আর ভিকি। পরে বিমান নিখোঁজ হওয়ার ঘটনা নিয়ে তদন্তরত সংস্থা জয়েন্ট এজেন্সি কো-অরডিনেশন সেন্টারকে টয়লেট পেপারটি হস্তান্তর করা হয়। সন্ধান পাওয়া সত্যিকারের টয়লেট পেপারের প্যাকেটটির ছবি না দিতে পারলেও ওই দম্পতি সংবাদকর্মীদের কাছাকাছি ধরনের টয়লেট পেপারের নমুনা দেখিয়েছে বলে জানায় এবিসি নিউজ।

তবে সিডনির মর্নিং হেরাল্ড পত্রিকাকে দেয়া সাক্ষাতকারে টয়লেট পেপার পাওয়ার কথা নিশ্চিত করলেও তা আদৌ নিখোঁজ বিমানের কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন অস্ট্রেলিয়ান পরিবহন নিরাপত্তা ব্যুরোর এক মুখপাত্র। তিনি বলেন, যে বস্তুটির মধ্যে কোন অনন্যতা নেই অর্থাৎ যা দেখে নির্ধারণ করা যায় না তা নির্দিষ্ট কোন কিছুরই অংশ কিনা তবে তা দিয়ে বোঝার উপায় নেই এটি নিখোঁজ বিমানের। কারণ টয়লেট পেপারের প্যাকেটটি একই এয়ারলাইন্সের অন্য বিমানেরও হতে পারে।

টয়লেট পেপারটি নিয়ে পরীক্ষা নিরীক্ষার জন্য তা ক্যানবেরায় পাঠানো হয়েছে।

২০১৪ সালের ৮ই মার্চ ২৩৯ আরোহী নিয়ে কুয়ালালামপুর থেকে বেইজিং যাওয়ার পথে নিখোঁজ হয় মালয়েশিয়ার বিমানটি। বিমানটির কী পরিণতি হতে পারে তা নিয়ে দানা বাঁধতে থাকে রহস্য। এক বছর পেরিয়ে গেলেও এখ নপর্যন্ত সে রহস্যেও কোন সুরাহা হয়নি। বর্তমানে অস্ট্রেলিয়ার নেতৃত্বে ভারত মহাসাগরে বিমানটির অনুসন্ধান অভিযান চালিয়ে যাচ্ছে আন্তর্জাতিক উদ্ধারকারী দল।

একটি মন্তব্য পোস্ট করুন

  1. হাই বন্ধুরা কেমন আছো সবাই,,,,
    আমি ঃসুমি আক্তার ইমুতে কাজ করি
    কাজ করলে কন্টাক করো
    ৷৷৷৷৷৷ এক ঘন্টা 1000 টাকা আধাঘণ্টা 510 টাকা ৷৷৷৷৷

    এটাই বিকাশ নাম্বার পার্সোনাল কাজ করলে বিকাশ করে কল দেন 01311032006.
    এক ঘন্টা 1000 টাকা আধাঘণ্টা 510 টাকা

    ,,,, হাই বন্ধুরা কেমন আছো সবাই,,,,
    আমি সুমি আক্তার ইমুতে কাজ করি
    কাজ করলে কন্টাক করো
    ৷৷৷৷৷৷ এক ঘন্টা 1000 টাকা আধাঘণ্টা 510 টাকা ৷৷৷৷৷

    এটাই বিকাশ নাম্বার পার্সোনাল কাজ করলে বিকাশ করে কল দেন 01311032006.
    এক ঘন্টা 1000 টাকা আধাঘণ্টা 510 টাকাহাই বন্ধুরা কেমন আছো সবাই,,,,
    আমি ঃসুমি আক্তার ইমুতে কাজ করি
    কাজ করলে কন্টাক করো
    ৷৷৷৷৷৷ এক ঘন্টা 1000 টাকা আধাঘণ্টা 510 টাকা ৷৷৷৷৷

    এটাই বিকাশ নাম্বার পার্সোনাল কাজ করলে বিকাশ করে কল দেন 01311032006.
    এক ঘন্টা 1000 টাকা আধাঘণ্টা 510 টাকা

    ,,,, হাই বন্ধুরা কেমন আছো সবাই,,,,
    আমি সুমি আক্তার ইমুতে কাজ করি
    কাজ করলে কন্টাক করো
    ৷৷৷৷৷৷ এক ঘন্টা 1000 টাকা আধাঘণ্টা 510 টাকা ৷৷৷৷৷

    এটাই বিকাশ নাম্বার পার্সোনাল কাজ করলে বিকাশ করে কল দেন 01311032006.
    এক ঘন্টা 1000 টাকা আধাঘণ্টা 510 টাকা

    উত্তরমুছুন
  2. হাই বন্ধুরা কেমন আছো সবাই,,,,
    আমি ঃসুমি আক্তার ইমুতে কাজ করি
    কাজ করলে কন্টাক করো
    ৷৷৷৷৷৷ এক ঘন্টা 1000 টাকা আধাঘণ্টা 510 টাকা ৷৷৷৷৷

    এটাই বিকাশ নাম্বার পার্সোনাল কাজ করলে বিকাশ করে কল দেন 01311032006.
    এক ঘন্টা 1000 টাকা আধাঘণ্টা 510 টাকা

    ,,,, হাই বন্ধুরা কেমন আছো সবাই,,,,
    আমি সুমি আক্তার ইমুতে কাজ করি
    কাজ করলে কন্টাক করো
    ৷৷৷৷৷৷ এক ঘন্টা 1000 টাকা আধাঘণ্টা 510 টাকা ৷৷৷৷৷

    এটাই বিকাশ নাম্বার পার্সোনাল কাজ করলে বিকাশ করে কল দেন 01311032006.
    এক ঘন্টা 1000 টাকা আধাঘণ্টা 510 টাকা

    উত্তরমুছুন

 
Top