সামাজিক উন্নয়নে বলিউড তারকাদের অংশগ্রহণ নতুন কিছু নয়। একটি সিনেমা যখন ১০০ কোটি আয় করে তা থেকে কিছু অংশ সামাজিক কাজে বিনা দ্বিধায় দান করে দেন বলিউডের তারকারা। কিন্তু সবার থেকে যে তিনি আলাদা সেটা আরও একবার প্রমাণ করলে মি. পারফেক্টশোনিস্ট আমির খান। মরণোত্তর অঙ্গ দানের প্রতিশ্রুতি দিলেন বলিউড অভিনেতা আমির খান। শনিবার মুম্বাইয়ের একটি হাসপাতালে আয়োজিত জোনাল ট্রান্সপ্লান্ট কো-অর্ডিনেশন সেন্টার’র অনুষ্ঠানে তিনি এই ঘোষণা দেন। অঙ্গদানের প্রতিশ্রুতি হিসেবে একটি কার্ডে স্বাক্ষর করেন আমির। সেখানে উল্লেখ রয়েছে তার কিডনি, লিভার, চোখ, হাড় সহ শরীরের নানা অঙ্গ আমিরের মৃত্যুর পর ব্যবহার করা যাবে। আমির খান বলেন, ‘অঙ্গ দানের মাধ্যমে অনেক মানুষের জীবন পূর্ণতা পাবে। এ কাজে সচেতনতা তৈরিতে আরো প্রচেষ্টা দরকার। যারা অঙ্গ দান করেছে তাদের পরিবারের সদস্যদের সাহসিকতাকে আমরা সাধুবাদ জানাই।’
একটি মন্তব্য পোস্ট করুন
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.