মানুষ যে কতটা নিচে নামতে পারে তা এই ভিডিও দেখলে বোঝা যায়। গরুর মাংস খাওয়ার কারনে পরিবারের সকল মেয়েদেরকে উলঙ্গ করে নির্যাতন করতে দেখাগেছে ভারত উত্তর প্রদেশে। ভিডিওটি দেখলে ধিক্কার জানাতে ইচ্ছা করবে সেই সব মানুষ নামের জানুয়ারদের। আর এই নির্যাতনকে দাড়িয়ে সহ্য করতে হয়েছে পরিবারের পুরুষদেরকে। তাদের পরিবারের উপর নির্যাতন তারা যেন কিছু মনে করছেনা। কারন কি জানেন? কারন একটা ওরা পয়সা ওয়ালা। ওদের অনেক ক্ষমাতা।
গরু নিয়ে যখন এতই মাতামাতি তাহলে কতটা সেটাই দেখতে চাই। সুশীল সমাজের ভদ্র মহোদয় আপনাদের পরনের কাপর কি ঐ মায়ের ইজ্জতের থেকে মূল্যবান? নিজের মানবিক মূল্যবোধ কোথায়? একটি অসহায় নারীর সম্ভ্রমকে তাকিয়ে তাকিয়ে উপভোগ করতে দেখেছে অনেকে। সবাই নির্বাক কথা বলার মত সাহস হয়নি কারো বুকে। আবার সেই উত্তর প্রদেশ দুর্বৃত্তদের হাতে নির্যাতিত হতে হচ্ছে নারীকে।
অসহায় দরিদ্রো পরিবারকে অমানবিক নির্যাতনের শিকার হতে হয় ক্ষমতাশীলদের হাতে। এই ঘটনার সময় রাজ্য পুলিশ উপস্থিত ছিলেন সেখানে। ভিডিওতে দেখাগেছে পুলিশ নির্বাক হয়ে দাড়ীয়ে রয়েছে। খবর প্রকাশ করেছে ইন্ডিয়া।
দেখুন-
একটি মন্তব্য পোস্ট করুন
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.