GuidePedia

0

বরাবরের মতো আবারও একটি ছবিতে বেশ খোলামেলা দৃশ্যে কাজ করে আলোচনায় এসেছেন নেহা ধুপিয়া। প্রায় বছর খানেক পর নতুন এ ছবির কাজ করছেন তিনি। ছবির নাম ‘অনলি লাভ’। এটি পরিচালনা করছেন নতুন পরিচালক কেতন বাজপাই। এ ছবিতে একজন উচ্চশ্রেণীর পতিতার চরিত্রে কাজ করছেন নেহা। এখানে কাজ করতে গিয়ে তিনি নগ্ন হয়ে ক্যামেরাবন্দি হয়েছেন সম্প্রতি। দৃশ্যটি ছিল স্নানের। বাথটাবে স্নানের এই দৃশ্যে নেহা ক্যামেরাবন্দি হয়েছেন অনেকটা কাপড়বিহীন। শুধু তাই নয়, এমন নগ্ন অবস্থাতেই সেই বাথটাবে আরেকজন পুরুষের সঙ্গে রোমান্সে মেতে ওঠেন তিনি। দৃশ্যটি গোপনে ধারণ করার চেষ্টা করা হলেও সেটি আর গোপন থাকেনি। মিডিয়া বেশ ফলাও করে প্রচার করে সংবাদটি। তবে এ বিষয় নিয়ে বিব্রত নন নেহা। বরং আত্মবিশ্বাসী কণ্ঠে তিনি বলেছেন, প্রথমত বলবো আমি অনেকদিন পর বলিউডের ছবিতে কাজ শুরু করলাম। আমি তাই এক্সাইটেড। আর বথাটাবে নিশ্চয়ই আমি বোরকা পরে নামবো না, সুতরাং এই নিয়ে সমালোচনার কিছু নেই। আর সেটা হলেও আমি তার কেয়ার করি না। এর আগেও আমাকে নিয়ে অনেক সমালোচনা হয়েছে, সেগুলোতে কান দিলে আজকে আর কাজ করতে পারতাম না। তবে আমি আশাবাদী এ ছবিটি নিয়ে। দর্শক বেশ উপভোগ করবেন। 

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top