যেকোন নির্বাচনেই প্রায় প্রতিটি রাজনৈতিক দলই অপরাধীদের প্রার্থী করে থাকে। এনিয়ে রাজনৈতিক মহলে বিতর্ক দীর্ঘদিনের। এই প্রবণতায় দুঃখপ্রকাশ করেছেন বলিউড অভিনেতা আমির খান। জয়ের সম্ভাবনার নিরিখে যেভাবে অপরাধীদের রাজনৈতিক দলগুলি প্রার্থী করে থাকে তা গণতন্ত্রের পক্ষে দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করেছেন আমির। একইসঙ্গে তাঁর আশা, মানুষই অপরাধীদের আর ভোট দেবেন না।
আমির বলেছেন, একটা আসন পাওয়ার নিশ্চয়তায় রাজনৈতিক দলগুলি অপরাধমূলক কাজকর্মে জড়িত ব্যক্তিদের প্রার্থী করে আর তাঁরাই সংসদে বসে দেশের জন্য আইন প্রণয়ন করেন।
উল্লেখ্য, জনপ্রিয় টিভি শো ‘সত্যমেব জয়তে’-র মাধ্যমে আমির বিভিন্ন সামাজিক বিষয় নিয়ে অনুষ্ঠান করেন। একটি সংবাদ চ্যানেলে আলোচনায় অংশগ্রহণ করে আমির বলেছেন, অপরাধীদের টিকিট দেওয়ার প্রবণতায় ভারতীয় নাগরিক হিসেবে তিনি দুঃখিত। তবে এই অবস্থা চিরকাল চলবে না। কারণ শেষপর্যন্ত সাধারন মানুষই অপরাধীদের আর ভোট দেবেন না। রাজনৈতিক দলগুলিও এর উর্ধে উঠবে বলেও আশা প্রকাশ করেছেনব তিনি।
একটি মন্তব্য পোস্ট করুন