তার কাছ থেকে দৃষ্টি সরিয়ে নেয়া খুবই কষ্টকর। তার ভিন্নধর্মী গায়কী তাকে করেছে অন্যদের থেকে ভিন্ন। প্রথম গানে মাত করলেন পুরো বলিউড। সহজেই বলা চলে সানি লিওনের পরে বলিউড এখন "ইয়ো ইয়ো হানি সিং" জ্বরে ভুগছে। তবে সম্প্রতি চোখ কপালে ওঠার মতো এক গোপন তথ্য জানালেন এই গায়ক।

সম্প্রতি টাইমস অব ইন্ডিয়াকে দেয়া এক সাক্ষাৎকারে জানালেন, হানি সিংয়ের গানে পুরো বলিউড মাতাল হলেও তার সহধর্মিণী মোটেই তার গান শোনেন না। এক কথায় হানি সিংয়ের গান রীতিমত ঘৃণা করেন তার স্ত্রী।
উল্লেখ্য যে, এই গায়ক বলিউডে পদার্পণ করেই শ্রোতাদের উপহার দিয়েছেন হিট কিছু গান। তার মধ্যে রয়েছে সানি সানি, পার্টি অল নাইট, লুঙ্গি ড্যান্সের মতো কিছু গান।
একটি মন্তব্য পোস্ট করুন