GuidePedia

0

আসলে বিশ্বাস করাই কঠিন যে কারো মাথার মধ্যে এই চিন্তা আসতে পারে যে সে পৃথিবীর সব থেকে উঁচু সাইকেল বানাতে চায়। যতই অদ্ভুত হোক না কেন এই উঁচু সাইকেল বানানোর চিন্তা এবং তার বাস্তব রূপ দিয়েছেন আমেরিকার "রিচি ট্রিম্বিলি" এর মাথায়। তৈরি করেছেন ৪.৫ মিটার লম্বা সাইকেল। আর এটি তিনি বানিয়েছেন বার্ষিক সাইকেল প্রদর্শনি অনুষ্ঠান CicLAvia VI এর জন্য। লজ এঞ্জেলেসে বছরে একবার এই অনুষ্ঠান হয় যেখানে অনেকেই অনেক ধরনের সাইকেল নিয়ে আসে এবং সারা শহর সাইকেলে করে ঘুরে বেড়ায়।

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top