বিনোদন : হঠাৎ জেনিফার সিদ্বান্ত নিলেন ধর্ম পরিবর্তন কারার। সম্প্রতি এই দুই তারকা একসঙ্গে অভিনয় করেছেন রোমান্টিক কমেডি ‘মিন মমস’ ছবিতে। শুটিংয়ে জেনিফার তাঁর পুরনো বন্ধু ডেমির মধ্যে ব্যাপক চারিত্রিক পরিবর্তন লক্ষ করেন। আর এই পরিবর্তনের কারণ খুঁজতে যেয়ে নিজেই ধর্ম পরিবর্তন করে ফেললেন!
শীঘ্রই কাব্বালাহ ধমের্র অনুসারী হতে যাচ্ছেন হলিউড তারকা জেনিফার অ্যানিস্টন। তাঁর এই ধমের্র প্রতি প্রেম তৈরি হওয়ার পেছনে অবদান আরেক তারকা ডেমি মুরের।
মেডিটেশন, যোগ ব্যয়াম ও কাব্বালাহ চর্চাই নাকি ডেমির এই পরিবর্তনের কারণ। ফলে কাব্বালাহ সম্পর্কে জানতে এরই মধ্যে পাঠ কর্মসূচিতে অংশ নিতে নাম লিখিয়েছেন জেনিফার।
তাঁর এক বন্ধু জানিয়েছেন, জেনিফার মনে করছেন, এটিই তাঁর জন্য সঠিক পথনির্দেশনা। কাব্বালাহ অনুসারী তারকাদের মাঝে রয়েছেন ম্যাডোনা, অ্যাস্টন কুচারের মতো তারকারা।
একটি মন্তব্য পোস্ট করুন