
দুর্লভ নিউজ বিনোদন : প্রিয়াংকা এবং ক্যাটরিনার ফাইট নিয়ে বলিউড খুবই চিন্তিত। প্রিয়াংকা চোপড়া বর্তমানে টিনসেলে আলোচনার শীর্ষে আছেন পাঁচবার অলিম্পিকজয়ী বক্সিং তারকা মেরি কমের জীবনী নিয়ে নির্মিত ‘মেরি কম’ সিনেমা নিয়ে। অন্য দিকে টম ক্রুজ এবং ক্যামেরণ ডিয়াজ অভিনীত ‘ডে অ্যান্ড নাইট’ সিনেমাটির ছায়া অবলম্বনে ক্যাটরিনা অভিনীত ‘ব্যাং ব্যাং’ও রয়েছে বহুল আলোচিত বলিউডি চলচ্চিত্রের তালিকায়। কাজেই এবার বক্স অফিসে প্রিয়াঙ্কা- ক্যাটরিনার ক্যাট ফাইট অবধারিত।
বক্স অফিসে এবার মুখোমুখি হতে চলেছেন হালের জনপ্রিয় দুই বলিউডি অভিনেত্রী ক্যাটরিনা কাইফ এবং প্রিয়াংকা চোপড়া। ২ অক্টোবর ভারতের ‘গান্ধী জয়ন্তী’-তে মুক্তি পাবে প্রিয়াংকা অভিনীত ‘মেরি কম’ এবং ক্যাটরিনার ‘ব্যাং ব্যাং’ সিনেমা দুটি।
ফক্স স্টার স্টুডিওর ব্যানারে নির্মিত ‘ব্যাং ব্যাং’-এর মুক্তির তারিখ নির্ধারিত হয়েছে ২ অক্টোবর। কিছুদিন আগে নির্মাতারা ‘মেরি কম’ সিনেমাটি ২ অক্টোবর মুক্তি পাবে এমন ঘোষণা দেন।
‘ব্যাং ব্যাং’ সিনেমাটি পরিচালনা করেছেন সিদ্ধার্থ রাজ আনন্দ। চিত্রনাট্য রচনা করেছেন সুজয় ঘোষ এবং সুরেশ নারি। সিনেমাটির সংলাপ লিখেছেন আব্বাস টায়রেওয়ালা। সিনেমাটিতে অভিনয় করেছেন হৃত্বিক রোশান এবং ক্যাটরিনা কাইফ।
অন্যদিকে ভিয়াকম এইটিন মোশন পিকচার্স-এর ব্যানারে ‘মেরি কম’ সিনেমাটি পরিচালনা করেছেন উমাঙ্গ কুমার। সিনেমাটিতে ভারতীয় বক্সিং তারকা এমসি মেরি কমের জীবনের কয়েকটি বিষয় তুলে ধরা হবে। একজন ভূমিহীন কৃষকের মেয়ে হয়ে কিভাবে নিজেকে তিনি অলিম্পিক জয়ের জন্য যোগ্য করে গড়ে তুলেছেন সে বিষয়গুলোই দেখানো হবে সিনেমাতে।
এর আগে বলিউডের বক্স অফিসে শীর্ষ অভিনেতাদের মধ্যে মুখোমুখি দ্বদ্ব হয়েছে। আর এতে যে কোনো একজনকে খেসারতও দিতে হয়েছে। এদের মধ্যে রয়েছেন শাহরুখ খান-অজয় দেবগান, শাহরুখ-অক্ষয় কুমার। তবে এই প্রথমবার এই যুদ্ধ হতে যাচ্ছে বলিউডি অভিনেত্রীদের মধ্যে। যাই হোক, সব মিলিয়ে বলিউডে এখন এই দুই তারকার দ্বন্দ্ব নিয়ে দুশ্চিন্তা। কে না জানে, নায়িকাদের ব্যক্তিগত সম্পর্কও যে ভালো নয়।
এ যুদ্ধে যে কোনো একজনকে খেসারত দিতেই হবে সে বিষয়টি জেনেও পরিচালকরা কেন নিজেদের মধ্যে সমঝোতা করছেন না তা নিয়েও আলোচনা চলছে টিনসেলে।
একটি মন্তব্য পোস্ট করুন