
এটা একটি বিজ্ঞাপন চিত্র, থাইল্যান্ডের একটি লাইফ ইন্সুরেন্স কোম্পানির। ভিনদেশি ভাষায়, বুঝতে হলে সাব টাইটেল একটু কষ্ট করে পড়ে নিতে হবে। ২০১২ সালের অক্টোবর মাসে প্রকাশিত।
ভালোবাসা সম্পর্কে প্রতিদিন কত অসংখ্য কথা বলি-লিখি-পড়ি আমরা। সেসবের ভিড়ে হয়তো এই দারুণ বিজ্ঞাপনটি যোগ করবে ভাবনায় ছোট্ট কিছু মাত্রা। মানবিক ভালোবাসার সম্পর্ক, একটু অন্য আঙ্গিক থেকে। হয়তো ভালোবাসা সম্পর্কে ধারণাগুলো বদলে যাবে আপনার!
একটি মন্তব্য পোস্ট করুন