
বিনোদন : গুঞ্জনে আলিয়া-অর্জুনের প্রেম৷ আর সেই গুঞ্জনে নতুন করে প্রেমের উষ্ণতা ঢাললেন অর্জুন কাপুর নিজেই৷ আর সঙ্গে সঙ্গেই দাবানলের মত ছড়িয় পড়ল আলিয়া-অর্জুনের রিয়েল লাভ স্টোরি৷ তা অর্জুন এবার বললেন কি?
শুরু আলিয়া-অর্জুনের নতুন ছবি ‘টু স্টেটস’-এর শ্যুটিং ফ্লোর থেকেই৷ ছবির জন্যই বহুবার আলিয়ার ঠোঁটে ঠোঁট রেখে চুমু খেয়েছেন অর্জুন৷ আবার কখনও অর্জুনের বুকের উপর ঝাঁপিয়ে আলিয়া নিজেই রেখেছেন অর্জুনের ঠোঁটে ঠোট৷ তবে শ্যুটিংয়ে অজুহাতে এই ঠোঁটে ঠোঁট রাখার কাব্যই এখন আলিয়া-অর্জুন প্রেমের গুঞ্জনকে বাড়িয়ে তুলেছে দিন দিন৷ তাঁর পর ছবির প্রোমোশনে এসে অর্জুন হঠাৎ আলিয়া সম্পর্কে মন্তব্য করতে গিয়ে জানিয়েছেন, আলিয়া খুব ভাল চুমু খায়৷ ওঁর চুমু ওঁর মতই মিষ্টি৷ অর্জুনের কথায় রাগ তো দূর, বেশ মজা পেয়েছন আলিয়া৷ উলটে খোলাখুলি আলিয়া জানিয়েছেন, অর্জুনও ভাল চুমু খায়, তবে অর্জুনকে আরও একটু পারফেক্ট হতে হবে এই ব্যাপারে৷
অর্জুন-আলিয়ার এই প্রেম শুধুই প্রোমোশন কাণ্ড, নাকি সত্যি সত্যিই তা বলবে সময়৷ আপাতত, বলিউড গুঞ্জনে সব্বাইকে ছাপিয়ে অর্জুন-আলিয়াই নম্বর ওয়ান৷খবর কলকাতা টোয়েন্টিফোরের।
একটি মন্তব্য পোস্ট করুন