GuidePedia

0

বিনোদন : বিয়ের পর নিজেদের সৌন্দর্যকে ধরে রাখতে পেরেছেন কয়জন। তবে বলিউডের বেলায় যেন এর চিত্রটাই ভিন্ন। দিন দিন আকর্ষণীয় হয়ে উঠছেন '৯০ দশকের জনপ্রিয় বলিউড অভিনেত্রী কারিশমা কাপুর। সৌন্দর্য ও শরীরচর্চার মাধ্যমে নিজেকে আগের চেয়ে আরো বেশি আবেদনময়ী করে তুলেছেন তিনি।
৩৯ বছর বয়সী কারিশমা তার তারুণ্য ধরে রাখতে সুপার ইয়োগাকে বেছে নিয়েছেন। পাশাপাশি সৌন্দর্যবিদদের পরামর্শ অনুসারে নিয়মিত ডায়েট কন্ট্রোল করছেন। স্বয়ং তার ছোট বোন কারিনা কাপুরও কারিশমার রূপের গুণগান গাইছেন।
মিডডের খবরে জানা গেছে, কারিশমা দীর্ঘদিন ধরেই রূপালী পর্দায় অনুপস্থিত। তবে তার সুন্দর মুখশ্রী ও চমৎকার শারীরিক গড়ন এখনো দর্শকদের বিমোহিত করছে। দিনকে দিন তিনি তার সৌন্দর্যকে যেন আরো পরিশীলিত করে তুলছেন। ৫ ফুট ৪ ইঞ্চি উচ্চতার অধিকারী কারিশমার বর্তমান ওজন ৪৮ কেজি। তাই জিরো সাইজ ফিগারে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
কাপুর বলেন, "কারিশমা বয়সে বড় হলেও তাকে দেখতে আমার চেয়েও কম বয়সী মনে হচ্ছে। শুধু তাই নয়, বলিউডের যেকোনো অভিনেত্রীর চেয়ে সে এখানো আকর্ষণীয়। সে যে দুই সন্তানের মা তাকে দেখলে বোঝার উপায় নেই।"
এদিকে, কারিশমা জানান, তার স্লিম ও আকর্ষণীয় ফিগারের নেপথ্যে জেনেটিক ব্যাপারও রয়েছে। তিনি দেখতে অনেকটা তার মায়ের (ববিতা) মতো হয়েছেন। আর কারিনা ঠিক তার বাবার (রনধীর কাপুর) মতো। তাই তিনি তুলনামূলকভাবে কারিনার চেয়ে কম শরীরচর্চা করলেও মুটিয়ে যান না।
এছাড়া তিনি শরীরের লাবণ্যতা ধরে রাখতে প্রচুর পানি পান করে থাকেন। সূত্রটি আরো জানিয়েছে, সম্প্রতি কারিশমা তার ফিটনেস রহস্য নিয়ে 'মাই ইয়াম্মি মাম্মি গাইড' নামের একটি বইও লিখেছেন। মা হওয়ার পর কীভাবে ওজন কমাতে হবে, সেই বিষয়টিই এ বইয়ে তুলে ধরেছেন তিনি।
এমনকি বইটিতে বিয়ের পর সুন্দর মুখাবয়ব ও চমৎকার শারীরিক গড়ন ধরে রাখার বিভিন্ন টিপসও রয়েছে। ইতোমধ্যেই বইটি নারীদের মধ্যে দারুণ সাড়া ফেলেছে। উল্লেখ্য, কারিশমা কাপুরের সাত বছর বয়সী মেয়ে সামিয়রা এবং দুই বছর বয়সী ছেলে কিয়ান রয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top