GuidePedia

0

ইন্টারন্যাশনাল ডেস্ক: জরুরি নম্বর ৯৯৯ এ ফোন করে মস্তিষ্কে রক্ত জমাট বেঁধে সংজ্ঞাহীন হয়ে পড়ে থাকা মাকে বাঁচিয়েছে ব্রিটেনের দুই বছরের এক শিশু। মায়ের জীবন বাঁচানো এই শিশুটি এখন বীরের মর্যাদা পাচ্ছে। ব্রিটেনের ইস্ট মিডল্যান্ডের লেসেস্টারসেয়ারে এই বিস্ময়কর ঘটনাটি ঘটেছে বলে সোমবার জানিয়েছে বিবিসি। ইস্ট মিডল্যান্ড অ্যাম্বুলেন্স সার্ভিস জানিয়েছে, দুই বছরের রিলে ওয়ার্ড তাদের কাছে ফোন করে বলেছে “মাম্মি ঘুমিয়ে আছে”। জরুরি মেডিকেল কর্মীরা রিলেদের বাড়িতে গিয়ে দেখাতে পায় তার মা রান্নাঘরের মেঝেতে পড়ে আছেন। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে যান কর্মীরা। সেখানে তার জমাট বাঁধা রক্ত অপসারণে জরুরি অস্ত্রোপচার করা হয়। জরুরি পরিস্থিতিতে সাহসী সিদ্ধান্ত নেয়ায় রিলেকে পুরস্কৃত করেছে মিডল্যান্ড অ্যাম্বুলেন্স সার্ভিস। তাদের কাছে ফোন করা সবচেয়ে কম বয়সী হিসেবে রিলেকে বিবেচনা করছে তারা। রিলের মা ডানা হেনরি তার সন্তানকে “মাম্মির ছোট বীর” হিসেবে বর্ণনা করেছেন। ২৭ বছর বয়সী ডানা তার জীবনসঙ্গী রব ওয়াডের্র সঙ্গে বসবাস করেন। ডানা বলেন তার মতো রবও রিলে এ কাজে দারুণ বিস্মিত হয়েছেন। সাহসী কাজের পুরস্কার হিসেবে রিলেকে একটি টেডি বিয়ার ও একটি সার্টিফিকেট দিয়েছে অ্যাম্বুলেন্স সার্ভিস। সার্টিফিকেটে তারা বলেছে, “তার কাজে তার পরিবারের অবশ্যই গর্বিত হওয়া উচিত, সে সত্যিকারের সাহসী ছোট শিশু।”

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top