
মা মুনমুন সেনের নির্বাচনী প্রচারে অংশ নিতে শুটিং, ডাবিং আপাতত বন্ধ রাখছেন রাইমা সেন ও রিয়া সেন। প্রচারণার সময় পরার জন্য বিমানবন্দরের বিশ্ব বাংলা আউটলেট থেকে ইতিমধ্যে দুই মেয়েকে সুতির সালোয়ার-কামিজ কিনে দিয়েছেন মুনমুন। আগামী ১৫ এপ্রিল বাকুড়ায় মায়ের জন্য প্রচারে যাবেন দুই বোন। গত সোমবার 'চিলড্রেন অব ওয়ার' ছবির প্রচারের ফাঁকে রাইমা বলেন, 'মা বলে দিয়েছেন, ভোট পর্যন্ত সব কাজ বন্ধ রেখে তার সঙ্গে টানা প্রচারে থাকতে হবে। এমনকি মঞ্চে দাঁড়িয়ে আমাদের দুই বোনকে বাংলায় অনেক কথা বলতে হবে। মায়ের কড়া নির্দেশ। কাগজ দেখে নয়, মানুষের চোখের দিকে তাকিয়ে স্পষ্টভাবে বাংলা ভাষায় কথা বলতে হবে।'
একটি মন্তব্য পোস্ট করুন