GuidePedia

0

বলিউড তারকাদের ব্যক্তিগত জীবনের প্রতি আমাদের সবারই কম বেশি আগ্রহের কমতি নেই। তাঁরা কোথায় থাকেন, কী করেন, কী খান এসব নিয়ে ভক্তদের থাকে অনেক কৌতুহল। ঠিক তেমনই একটি কৌতুহলের বিষয় হলো বলিউড তারকাদের গাড়ি। গাড়ির ব্যাপারে বরাবরই বলিউড তারকারা বেশ শৌখিন। আকর্ষনীয় দামী গাড়িতে চড়তে ভালোবাসেন অধিকাংশ তারকা। আসুন এক নজরে দেখে নেয়া যাক বলিউডের নামী দামী ৬ তারকার শখের গাড়িগুলো।
ফিচারটির কভারের ফটোটি বলিউডের হার্টথ্রব রণবীর কাপুরের। তার আছে একটি লাল রঙের Audi (Type 42) গাড়ি। এটি একটি মিড ইঞ্জিন এবং টু সিটার স্পোর্টস কার যা অত্যন্ত স্টাইলিশ ও দামী।
বলিউডের আরেক জনপ্রিয় তারকা অমিতাভ বচ্চনের আছে Rolls-Royce Phantom। এই গাড়িটির মূল্য তিন কোটি রূপির বেশি। এটি বচ্চন পরিবারের গাড়ি গুলোর মধ্যে সবচাইতে মূল্যবান গাড়ি।
বলিউডের চকলেট বয় ইমরান খান এর গাড়িটি হলো চেরি রেড রঙ এর ফেরারি। গাড়িটিকে নিজের পছন্দ মত করে কিছুটা সাজিয়ে নিয়েছেন তিনি।
সঞ্জয় দত্ত ও স্ত্রী মান্যতা চালান একটি Rolls Royce Ghost গাড়ি।
অজয় দেবগন ও কাজলের আছে একটি Audi Q7 গাড়ি। গাড়িটি কাজলের জন্মদিনে অজয় উপহার দিয়েছিলেন।
আমির খানের শখের গাড়িটি হলো Bentley Continental. তিনি নিজেই ড্রাইভ করেন গাড়িটি।

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top