GuidePedia

0
কোয়েল রানা পড়লেন মিস ইন্ডিয়া ২০১৪-এর মুকুট। মোট প্রতিযোগী ছিল ২৪ জন। এক জমকালো অনুষ্ঠানে গত বছরের মিস ইন্ডিয়া নবনীত কৌর ধিঁলো ও মিস ওয়ার্ল্ড ২০১৩ জয়ী মেগান ইয়ং বিজয়ীর মুকট পরিয়ে দেন কোয়েলকে।

এবারের প্রতিযোগিতায় প্রথম রানার আপ হয়েছেন ঝাটালেকা মালহোত্রা। দ্বিতীয় রানার আপ হয়েছেন গেইল নিকোল দা সিলভা। মিস ইন্ডিয়ার মুকুট জেতায় কোয়েল চলতি বছরে অনুষ্ঠেয় সুন্দরী প্রতিযোগিতা মিস ওয়ার্ল্ড-এ ভারতের প্রতিনিধিত্ব করবেন।

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top