GuidePedia

0

পায়রা নদীর মোহনায় বিশাল আকৃতির একটি তিমি আটকা পড়েছে। বরগুনার তালতলী উপজেলার জয়াল ভাঙ্গা নামক স্থানে মৃত তিমিটি পাওয়া গেছে।

স্থানীয় জেলেরা এটিকে বঙ্গোপসাগরের মোহনায় দেখতে পেয়ে ট্রলারে বেঁধে তীরে নিয়ে আসে। মৃত তিমিটি দেখতে শত শত মানুষের ভিড় জমে পায়রা নদীর মোহনায়।
অর্ধগলিত বিশাল আকৃতির তিমিটি প্রায় ৬০ ফুট লম্বা হবে বলে জানিয়েছেন স্থানীয় জেলে লিটন।

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top