GuidePedia

0

ফ্যাশন শো তো কতই দেখেছেন। নানান ধরণের পোশাক পড়ে গ্ল্যামারাস মডেলদের ‘ক্যাটওয়ার্ক’ সম্পর্কে কম বেশি সবারই ধারণা আছে। কিন্তু কখনো কি বিড়ালের ফ্যাশন শো দেখেছেন? অবাক হলেন? এমনই একটি ফ্যাশন শো এর আয়োজন করেছে অ্যালগনকুইন হোটেল। নানান জাতের বিড়ালদের আয়োজনে এই ফ্যাশন শোটি ছিলো বেশ ব্যতিক্রমধর্মী একটি অনুষ্ঠান।
ফ্যাশন শোটিতে বিড়ালের মালিকরা তাদের প্রিয় বিড়ালটিকে নানান ধরণের রঙবেরঙের পোশাক পরিয়ে এনেছিলেন। এরপর তাদেরকে হাটানো হয়েছিলো র‍্যাম্পে। সত্যিকার অর্থেই সেটা ছিলো ‘ক্যাট ওয়ার্ক’।
মজার এই ফ্যাশন শোটি উপভোগ করেছেন অসংখ্য মানুষ। র‍্যাম্পের কিউতে ছেড়ে দেয়া হয়েছিলো বিড়াল গুলোকে।
প্রফেশনাল মডেলদের মত র‍্যাম্পের কিউতে হেঁটেছিল নানান ধরণের জামা পরা বিড়াল গুলো।
কেউ পরেছিলো টুটু জামা, কেউ আবার কোট টাই পরে ভদ্রলোকের বেশে ছিলো।
নানান ধরণের অদ্ভুত জামা কাপড়ও ছিলো বিড়ালের গায়ে। বিড়ালের মজার মজার কাজকর্মে অনুষ্ঠানে উপস্থিত মানুষজন বেশ মজা পেয়েছিলো।

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top