GuidePedia

0

৯ বছর বয়সে তিনি একটি হুইসল জাতীয় বাঁশি গিলে ফেলেছিলেন লিউ ইউগ্যাং নামে এক শিশু। তারপর ১৫ বছর ধরে তার পেটেই বাজতো বাঁশিটি।
এতোগুলো বছর নিঃশ্বাস নিতে বা ছাড়তে, খাওয়া-দাওয়া করতে ও এমনকি স্বাভাবিকভাবে কথা বলতেও কষ্ট হতো লিউয়ের। অনেকটা কার্টুন বা সিনেমার কল্পিত কাহিনীর মতোই রাতে ঘুমিয়ে পড়ার পর পেট থেকে এক ধরনের শিস ধ্বনি শোনা যেতো।
দীর্ঘ ১৫ বছর পর অস্ত্রোপচারের মাধ্যমে প্লাস্টিকের একটি হুইসল জাতীয় বাঁশি অপসারণ করা হলো। অবশেষে, এখন তিনি স্বস্তির নিঃশ্বাস ছাড়তে পারছেন বাঁশির শব্দ ছাড়াই। গত সোমবার চীনের সিচুয়ান প্রদেশের চেংদুতে অবস্থিত ওয়েস্ট চায়না হাসপাতালে তার পেট থেকে হুইসল অপসারণের অস্ত্রোপচারটি সফলভাবে সম্পন্ন হয়।
১৯৯৯ সালে লিউ হুইসলটি গিলে ফেলেছিলেন। কিন্তু, চিকিৎসকরা তার শরীরে সেটা তখন শনাক্ত করতে পারেননি। বেশ কষ্ট পেতে হতো তাকে। সারা বছর একটানা কাঁশি লেগেই থাকতো। গত ২১ ফেব্রুয়ারি ঝু হুই নামে এক চিকিৎসক লিউয়ের স্বাস্থ্য পরীক্ষা করে তার ডানদিকের লোআর লোব ব্রঙ্কাসের গ্র্যানিউলেশন টিস্যুতে প্যাঁচানো অবস্থায় একটি বস্তুর উপস্থিতি শনাক্ত করেন। আধ ঘণ্টা সার্জারির পর হুইসলটি সফলভাবে অপসারণ সম্ভব হয়। এখন লিউ ভালোভাবে কথা বলতে, নিঃশ্বাস নিতে ও স্বাভাবিকভাবে খাওয়া-দাওয়া করতে পারছেন।

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top