
পাকিস্তান ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় হলেন অল-রাউন্ডার শহিদ আফ্রিদি। ঝরো ব্যাটিং-এর কারণে অনেক সময়ই সংবাদ শিরোনাম হন তিনি। এবার সমাজ সেবা মূলক কাজ করে সংবাদে এলেন আফ্রিদি। সম্পূর্ণ নিজের খরচে হাসপাতাল বানালেন পাকিস্তানের এই ক্রিকেট তারকা।
আফ্রিদির নিজ গ্রাম টঙ্গী বান্ধা হাসপাতালে বিনা মূল্যে চিকিৎসা পাবে সাধারণ মানুষ। এমনকি হাসপাতাল থেকে গরিবদের বিনা মূল্যে ওষুধ সরবরাহ করা হবে।
শুধু এবার নয় আফ্রিদি নিজ এলাকার উন্নয়নে ভূমিকা রেখেছেন এর আগেও। ২০০১ সালে নিজ গ্রামের যাতায়াত ব্যবস্থার উন্নতির জন্য ১০ মিলিয়ন রুপি দিয়েছিলেন।
হাসপাতালটি বানাতে ১৬ মিলিয়ন পাকিস্তানি রুপি খরচ হয়েছে বলে জানা গেছে। খুব শিগগিরই হাসপাতালটি উদ্বোধন করবেন আফ্রিদি।
একটি মন্তব্য পোস্ট করুন