GuidePedia

0
বছরের বাজে অভিনয়ের জন্য গোল্ডেন কেলা অ্যাওয়ার্ড দেয়া হয় চলচ্চিত্রকুশলীদের। ২০১০ সালে অভিনয় জীবন শুরু করা সোনাক্ষী সিনহার কপালে এরিমধ্যে দুই দুইবার কেলা অ্যাওয়ার্ড জুটেছে। তাই এ নিয়ে যারপরনাই ক্ষুব্ধ শত্রুগ্ন কন্যা।

সম্প্রতি কেলা অ্যাওয়ার্ডের বিপক্ষে কথা বলার পাশাপাশি সত্যিকারের কলা নিয়ে সোশাল নেটওয়ার্কিং সাইট ইন্সটেগ্রামে সোনাক্ষী নিজের ছবিও আপলোড করেছেন।

টুইটারে সোনাক্ষী বলেন, “গোল্ডেন কেলা দিয়ে কী করবো? যখন আমি সত্যিকারের কলাই পেয়ে গেছি?? মাত্র চার রুপিতেই কলা পাওয়া যাচ্ছে এবং এটা খাওয়ার যোগ্যও বটে। হুম, কেলা পাওয়া লোকজন- তোমরা কী কলা চাও?? হি হি হি।”

গত বছর ‘সন অব সরদার’ ও চলতি বছর ‘আর. রাজকুমার’ ছবির জন্য দুইবার কেলা অ্যাওয়ার্ড জিতেছেন সোনাক্ষী।

এ বছর সোনাক্ষীর পাশাপাশি কেলা অ্যাওয়ার্ডজয়ীরা হলেন দীপিকা পাড়ুকোন, আমির খান, অজয় দেবগন, সঞ্জয় লীলা বানশালি প্রমুখ।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top