GuidePedia

0

প্রত্যেক মানুষের জীবনেই বিয়ের বাসনাটি থাকে। অনেক আগে থেকেই মনে মনে পরিকল্পনা করে রাখে সে বিয়ের প্রথম রাতে তার স্ত্রী অথবা স্বামীর সাথে কেমন করে কাটাবে, তার সাথে কেমন আচরণ করবে ও কেমন মজা করবে। আসলে বিয়ের প্রথম রাত বা বাসর রাতটি কেমনভাবে কাটানো উচিৎ। গবেষকরা বলছেন, বিয়ের প্রথম রাতে একজন পুরুষের উচিৎ তার স্ত্রীকে একটু বিশ্রাম দেয়া। তাছাড়া নিজেও একটু বিশ্রামে থাকা। কারণ বিয়ের দিন স্বামী ও স্ত্রী নানা আনুষ্ঠানিকতায় ব্যস্ত থেকে ক্লান্ত হয়ে পড়ে। এ ছাড়া পুরুষের মনে রাখতে হবে, এদিন সে যেন যৌন মিলনের জন্যে উন্মত্ত হয়ে না যায়। এটি মোটেও ঠিক নয়। কারণ আপনি ও আপনার স্ত্রী উভয়ের কাছেই নতুন। আপনার উচিৎ হবে আগে তার সাথে ভালভাবে কথা বলা। তার সাথে একটু ফ্রি হওয়া। তার মধ্যে আপনার সম্পর্কে একটি ইতিবাচক দৃষ্টিভঙ্গি তৈরি করা। তারপর আস্তে আস্তে মনের যত চাহিদা আছে পরের দিনগুলোতে পূরণ করা। একটি কথা পুরুষ ও স্ত্রী উভয়েরই মনে রাখতে হবে, বিয়ের আগে উভয়েই উভয়ের কাছ থেকে অনেক কিছু আশা করে থাকে। এজন্যে উভয়েরই সতর্ক থাকতে হবে কেউ যেন কারো আকাঙক্ষা পূরণে ব্যর্থ না হয়। এদিন পুরুষদের উচিৎ সেক্স বিষয়ে তার স্ত্রীর কাছে বিস্তারিত শোনা। তার আগ্রহ কেমন, শারীরিক সক্ষমতা কেমন বা কোন উপায়ে সেক্স করতে সে আগ্রহী। অনেক সময় আছে, স্বামী-স্ত্রী এসব বিষয়ে প্রথমদিন শুনতে লজ্জা পায়। একে অন্যের বিষয় সম্পর্কে না জেনে যৌন মিলন করে। ফলে তাদের উভয়েই বা একজন শারীরিকভাবে অনেক অসুস্থ হয়ে পড়ে। আবার অনেকে মানসিকভাবেও বিষতাণ্নতায় ভোগে।

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top