GuidePedia

0
মা হচ্ছেন কারিনা!
মা হচ্ছেন কারিনা!

বলিউডে কোনও নায়িকার বিয়ে করা মানেই লোকের মুখে হাজার গুজব৷ তার উপর যদি নায়িকার চেহারায় যদি থাবা দেয় মেদ, তাহলে তো কথাই নেই৷ সারা বলিউড জুড়ে তখন উড়ে বেড়াবে ওমুক নায়িকা বিয়ের এক বছরের মধ্যেই হতে চলেছেন অন্তঃস্বত্তা৷ সম্প্রতি এমনটাই ঘটছে নবাব সইফ আলি খানের বেগম করিনা কাপুরের ব্যাপারে৷ গপ্পোটা হল, বেশ কিছুদিন ধরেই বলিউডের হট জুটি সইফিনাকে নিয়ে নানা লোকের নানা কথা৷ সব্বাই রটিয়ে বেড়াচ্ছেন করিনা কাপুর খান নাকি মা হতে চলেছেন! প্রথম দিকে রটনাটা ছিল আয়ত্তের মধ্যেই, কিন্তু যেই না নতুন বছর সেলিব্রেট করতে বিদেশ উড়ে গেলেন নবাব ও বেগম৷ তার পরই আগুন পড়ল গুজবের বারুদে৷ করিনা ফিরে আসতেই করিনার চেহারার ইতি-উতিতে লোকের নজর৷ প্রচুর চেষ্টা যদি একবারটি করিনার শরীর থেকে উঁকি মারে অন্তঃস্বত্তা হওয়ার নানা ইঙ্গিত! কিন্তু নিন্দুকেদের সেগুড়ে বালি৷ আর সেই বালি নিজে হাতেই ফেললেন করিনা৷ মুম্বইতে এক ট্যাবলয়েডকে দেওয়া সাক্ষাৎকারে স্পষ্ট জানিয়ে দিলেন মা হতে তাঁর বহু দেরি৷ আরও বেশ কিছু বছর পর মা হবেন তিনি৷ শুধু তাই নয়, বেশ কড়া ভাষায় করিনা জানিয়ে দেন৷ মা হওয়া, না হওয়া একেবারেই তাঁর ব্যক্তিগত ব্যাপার! তাই দয়া করে অন্তঃ স্বত্তা নিয়ে গুজব রটাবেন না৷ - 

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top