GuidePedia

0
 মূর্তি নিয়ে পাকিস্তান ভারত টানাটানি
মূর্তি নিয়ে পাকিস্তান ভারত টানাটানি

মহেঞ্জোদড়ো আমলের এক মূর্তি ভারত সরকারের কাছ থেকে ফেরত চায় পাকিস্তান। সম্প্রতি মহেঞ্জোদড়ো উপত্যকায় সিন্ধু উৎসবের সূচনা করেছেন প্রয়াত পাক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর ছেলে বিলাবল ভুট্টো জারদারি। উৎসবটিকে ঘিরে বিতর্ক শুরু হয়েছে। তারই মধ্যে সিন্ধু প্রদেশের মন্ত্রিসভার এক সদস্য পাক সংবাদ সংস্থাকে জানান, ভারতের কাছ থেকে নৃত্যরত মেয়ের একটি মূর্তি ফেরত চায় পাকিস্তান। বিষয়টি নিয়ে তাঁরা নয়াদিল্লিকে চিঠিও লিখতে চলেছেন। মহেঞ্জোদড়ো আমলের ওই মূর্তিটি এখন দিল্লির জাদুঘরে রয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top