GuidePedia

0
টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক বাংলাদেশ। মার্চের ১৬ তারিখ থেকে মাঠে গড়াতে যাচ্ছে বিশ্বকাপ। তার আগে রোববার দুবাইয়ে অবস্থিত আইসিসির প্রধান কার্যালয় থেকে বিশ্বকাপের ট্রফি ঢাকায় এসে পৌঁছেছে।

সকাল এগারোটা নাগাদ দুবাই এয়ারলাইন্সে করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে আসে সোনালীর রংয়ের ট্রফি দুটি। সেখানে ছেলেদের ট্রফি গ্রহণ করেন বাংলাদেশের অধিনায়ক মুশফিকুর রহিম এবং মেয়েদের ট্রফি গ্রহণ করেন বাংলাদেশ নারী ক্রিকেট দলের অধিনায়ক সালমা খাতুন।

এ সময় তাদের সঙ্গে উপস্থিত ছিলেন সাকিব আল হাসান, তামিম ইকবাল ও নাসির হোসেন।

ঢাকায় দুইদিন অবস্থানে পর ২৫ তারিখ ট্রফিটি চলে যাবে চট্টগ্রাম। সেখান থেকে ২৭ ফেব্রুয়ারি ট্রফি যাবে সিলেটে। সেখানে থেকে পুনরায় ঢাকায় আসবে ট্রফি।

১৬ মার্চ থেকে মাঠে গড়াবে টি- টোয়েন্টি বিশ্বকাপ। ৬ এপ্রিল চ্যাম্পিয়ন দলের হাতে তুলে দেয়া হবে সোনালী রংয়ের ট্রফিটি।
মঙ্গলবার সিলেট বিভাগীয় স্টেডিয়াম, খাসদোবির, আম্বরখানা, মীরের ময়দান, লামাবাজার, জিন্দাবাজার, শহীর মিনার চৌহাট্টা ও সিলেট জেলা স্টেডিয়াম প্রদক্ষিণ করবে টি-টোয়েন্টি বিশ্বকাপের দুটো ট্রফি।

আর বৃহস্পতিবার চট্টগ্রামের সিইপিজেড, বন্দরের মোড়, আগ্রাবাদ, টাইগার পাস, নিউ মার্কেট, শহীদ মিনার, ডিসি হিল, প্রেস ক্লাব, কাজীর দেউড়ী ও এমএ আজিজ স্টেডিয়াম প্রদক্ষিণ করবে।

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top