GuidePedia

0

চল্লিশোর্ধ এক বিবাহিত মহিলার পেট থেকে চিকিৎসকরা বের করলেন ৪০ কেজি ওজনের পাথর। ঘটনাটি ঘটেছে ছত্তিসগঢ়ের সরগুজা জেলার সদর শহর অম্বিকাপুরের একটি সুপার স্পেশালিটি হাসপাতালে। কয়েকদিন আগে পেটে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হন পাশের গ্রামের এক দেহাতি মহিলা। পরিবারের ধারণা ছিল, ফের অন্তঃসত্ত্বা হযেছেন ওই মহিলা। কিন্তু এক্স রে, আলট্রাসোনোগ্রাফি করে চোখ কপালে চিকিৎসকদের। তড়িঘড়ি অস্ত্রোপচার করা হয় তাঁর।

মহিলাটির পেট থেকে বের করা হয় ৪০ কেজি ওজনের একটি পাথর। আদতে সেটি গল ব্লাডার স্টোনেরই একটি বিশালাকায় চেহারা। কিন্তু সেটি টিউমার নয়। চিকিৎসকরা জানিয়েছেন, অস্ত্রোপচারে যথেষ্ট ঝুঁকি ছিল। প্রাণহানির আশঙ্কা না থাকলেও বিপদ ছিল। হাসপাতালে তাঁরা পাথরটি রেখে দিয়েছেন। রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী এসে দেখে গিয়েছেন সেটি। ওই মহিলা এখন সুস্থ ও ভাল আছেন। খবরটি প্রকাশ করেছে নিউজ এইট্টিন ডট কম।

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top