মাইক্রোসফটের ইতিহাসে ঘটে গেল জটিল ব্যাপার!

মাইক্রোসফটের ইতিহাসে দুটি জটিল ব্যাপার ঘটে গেল। ব্যর্থতার দায় মাথায় নিয়েই হোক বা ম্যানেজমেন্টের স্বাভাবিক নিয়মেই হোক- মাইক্রোসফটের কাণ্ডারি থেকে সরে দাঁড়ালেন গেটস এবং বালমার। এবং এই প্রথম কোন অ-মার্কিন এতো বড় টেক কোম্পানির সিইও হলেন। সত্য নাদেলা মাইক্রোসফটের সিইও হিসেবে যোগদান করেছেন। সত্য নাদেলার বাড়ি ভারতের হায়দ্রাবাদ। তিনি অবশ্য ২২ বছর থেকে বিভিন্ন দায়িত্বে মাইক্রোসফটেই আছেন। কবিতা আর ক্রিকেট ভালো লাগা এই মানুষটি মাইক্রোসফটকে টেনে তুলতে পারেন কিনা সেটাই এখন দেখার বিষয়। গুড লাক সত্য নাদেলা!
একটি মন্তব্য পোস্ট করুন