
নিকারাগুয়ায় তিনটি কলা চুরির চেষ্টার অভিযোগে আটক তিন ব্যক্তির বিরুদ্ধে মামলার বিচার কাজ চলার ব্যাপারে আদালত অনুমোদন দেয়ায় দেশটির আইনজীবীরা বিস্মিত হয়েছেন। বিষয়টি হাস্যরসের খোড়াক হয়ে উঠেছে।
৩২ সেন্ট (আনুমানিক ২৫ টাকা) মূল্যের তিনটি কলা চুরির চেষ্টার মামলায় অন্ততপক্ষে ৬শ’ মার্কিন ডলার (আনুমানিক ৪৮ হাজার টাকা) ব্যয় হবে বলে ধারণা করা হচ্ছে।
আইন কর্মকর্তারা জানিয়েছেন, ২০১৩ সালের ডিসেম্বরে ওই তিনব্যক্তি এক ফলবিক্রেতার কাছ থেকে তিনটি কলা নিয়ে দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলেও ধরা পড়ে যান। তাদের দুইজনকে কারাগারে আটক রাখা হলেও একজনকে গৃহবন্দি করে রাখা হয়েছে।
তাদের এই অপরাধের বিচারকাজ বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে এবং পরবর্তী শুনানির দিন ২৩ এপ্রিল ধার্য করা হয়েছে বলে এনডিটিভি জানিয়েছে।
আইনজীবী ইভান মোরালেস বলেন, “দুটি কলার জন্য যে মামলা তার ব্যয় অনেক বেশি, আর এটি নিতান্তই হাস্যকর।”
একটি মন্তব্য পোস্ট করুন