ভালোবাসা দিবসে ‘নোনতা চা’

বিশ্ব ভালোবাসা দিবসে চ্যানেল নাইনে প্রচারিত হবে বিশেষ নাটক ‘নোনতা চা’মাসুম রেজার রচনা ও কমল চৌধুরীর পরিচালনা নাটকটিতে অভিনয় করেছেন হিলল, নওশীন, সৌরভ, সুর্বনা, উর্মী, এম এ মতিন। কাহিনী সংক্ষেপ: দাউদ হাবীব আর চটপটে চরিত্রের মেয়ে ফ্রিদা ফারজানা একই অফিসে চাকরি করেন। প্রতিদিন হাবীব অফিস ফ্লোর থেকে একতলার ওপরে নামেন। ফ্রিদা একটি টি স্টলে হাবীবকে লিফট প্রবলেম সর্ম্পকে জানতে চায়। হাবীবেন জবাব শুনে ফ্রিদা মুগ্ধ হয়ে যায়। হাবীব চায়ের সাথে চিনির বদলে লবন মিশিয়ে খায় তার শৈশবের স্মৃতি জাগিয়ে রাখার জন্য। হাবীবকে নতুন করে আবিষ্কার করতে থাকে ফ্রিদা। ঢাকায় একটি টি স্টলে হাবীব প্রতিদিন নতুন নতুন সরিপ্রাইজ দেয় ফ্রিদাকে। এরকম আরো অনেক ঘটনার মধ্য দিয়ে এগিয়ে যায় নোনতা চা এর গল্প। ঘটনার চার বছর পর আমরা ফ্রিদা ও হাবীবের গল্পে জানতে পারি ‘টি স্টল’ নামক একটি রিয়ালিটি শো এর মাধ্যমে। নাটকটি চ্যানেল নাইনে ১৪ ফেব্রুয়ারি রাত আটটা ৩০ মিনিটে প্রচারিত হবে।
একটি মন্তব্য পোস্ট করুন