GuidePedia

0
সেরা সুন্দরী মনিকা বেলুচি, চতুর্থ ঐশ্বরিয়া

হলিউডবাজ ওয়েবসাইট আয়োজিত এক জরিপে বিশ্বের সেরা ৩০ জন সুন্দরীর তালিকায় প্রথম স্থানে ইতালীয় অভিনেত্রী মনিকা বেলুচি এবং চতুর্থ  স্থানে রয়েছেন ঐশ্বরিয়া রাই বচ্চন। ওই তালিকার ২৯ তম স্থানে রয়েছেন অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। এনডিটিভি নিউজ জানায়, তালিকার শীর্ষে রয়েছেন ইতালীয় অভিনেত্রী মনিকা বেলুচি। দ্বিতীয় এবং তৃতীয় স্থানে রয়েছেন মডেল কেইট আপটন এবং হলিউডি অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি। চতুর্থ স্থানে রয়েছেন সাবেক বিশ্ব সুন্দরী ও বলিউডি অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন। অন্যদিকে তালিকার ২৯তম স্থানে রয়েছেন দীপিকা। বিশ্বের সেরা সুন্দরীদের তালিকায় স্থান অর্জন করে দারুণ আনন্দিত অ্যাশ। অ্যাশ বলেন, “আমি হলিউডবাজের এই জরিপের খবর আগে জানতাম না। আমার শুভাকাঙ্ক্ষীরাই আমাকে এই খবর জানায়। আমি খুবই অবাক এবং আনন্দিত।” তিনি আরও বলেন, “যখন জানতে পারলাম পুরো বিশ্বের ৪০ লাখেরও বেশি মানুষ আমাকে সুন্দরী এবং প্রতিভাবান নারী হিসেবে ভোট দিয়েছেন, তখন আনন্দে ভাষা হারিয়ে ফেলেছিলাম। সকলকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ।” পুরো তালিকায় ছিল হলিউডের রাজত্ব। জোলি ছাড়াও এই তালিকায় রয়েছেন চার্লিজ থেরন, অ্যাম্বার হার্ড এবং জেনিফার লরেন্স। পপ তারকাদের মধ্যে রয়েছেন বিয়োন্সে, কেটি পেরি এবং রিয়ানা। মডেলদের মধ্যে আছেন অ্যাড্রিয়ানা লিমা, ইরিনা শেইক এবং মিরান্ডা কার।

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top