
সুন্দর হাসি কে না চায়! তবে মুখের ভেতরের স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি এখন বোধহয় অন্য রকম উচ্চতায় চলে গিয়েছে। কারণ এবার চলে এলো বিশ্বের সবচেয়ে দামী টুথব্রাশ। একটি জার্মান বিলাসদ্রব্য প্রস্তুততকারী কোম্পানি এমন এক স্টাইলিস টুথব্রাশ বানিয়েছে যেটা কিনা সাধারণ ভালো মানের টুথব্রাশের চেয়ে অন্তত এক হাজার গুণ বেশি দামী! দাম? মাত্র ২৬৪৩ পাউন্ড! বাংলাদেশী মুদ্রায় ৩ লাখ ৩৭ হাজার ২৬২ টাকা মাত্র!
টুথব্রাশটি অতি শক্তিশালী টাইটেনিয়াম দিয়ে তৈরি, যার ফলে এক ব্রাশেই চলবে পুরো জীবন। রয়েছে সার্ভিসিং এর ব্যবস্থাও। তবে এর মাথা বার বার পরিবর্তন করে পুনর্স্থাপন করা যাবে, সাথে থাকবে ব্যাকটেরিয়া প্রতিরোধী আবরণ। এর ফলে ব্রাশের বৃস্টল বা ঝাড়ুর মতো অংশের ফাঁকে ফাঁকে জীবাণু জমতে পারবে না। টুথব্রাশটি পাওয়া যাবে চারটি ভিন্ন ভিন্ন রঙে। টুথব্রাশের নির্মাতারা জানিয়েছেন এটিই এখন পর্যন্ত একমাত্র স্বাস্থ্যসম্মত টুথব্রাশ, যা আজীবন ব্যবহার করা যাবে।
একটি মন্তব্য পোস্ট করুন