মরণের পরেও কবরে বাইক(আজব খবর)

ওহায়ো : ১৯৬৭ -র হার্লে-ডেভিডসন বাইকটা বড়ই পছন্দ ছিল তাঁর। মৃত্যুর পরেও সেটা কাছছাড়া করতে চাননি ওহায়োর বাসিন্দা বিল স্ট্যান্ডলি। ছেলেরা তাই একটা বড় কাচের বাক্স বানিয়ে দিয়েছিলেন।
বিল নিজেই বলেছিলেন, মৃত্যুর পরে যেন ওই বাক্সে করেই সাধের মোটরবাইকের সঙ্গে তাঁকে কবর দেওয়া হয়। কেউ বাড়িতে এলেই গ্যারাজে নিয়ে গিয়ে দেখাতেন সেটা।
গত রবিবার ৮২ বছর বয়সে মারা যান বিল। ফুসফুসের ক্যানসারে ভুগছিলেন তিনি। শুক্রবার ওই কাচের বাক্সে প্রিয় হার্লে-ডেভিডসনে বসিয়ে কবর দেওয়া হল বিলকে।
চোখে সানগ্লাস, পরনে চামড়ার জ্যাকেট। বসে আছেন হার্লে-ডেভিডসনে। আসন থেকে যাতে পড়ে না যান, তার জন্য লোহার বেল্ট দিয়ে শরীরটাকে বিশেষ ভাবে বেঁধে দেওয়া হয়েছে মোটরবাইকের সঙ্গে। এমন অভিনব শেষকৃত্য অবাক হয়ে দেখল সবাই। ক্যামেরাবন্দি করলেন ছবি-শিকারিরা। ঠিক যেমনটা বিল সবাইকে বলতেন “ওই বাইকে চেপেই আমি স্বর্গে পাড়ি দেব। আর গোটা দুনিয়া অবাক হয়ে দেখবে।”
একটি মন্তব্য পোস্ট করুন