বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান এবার ধানক্ষেতে

বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান গতকাল নিয়ন্ত্রণ হারিয়ে যশোরে মাহিদিয়া গ্রামের ধানক্ষেতে আছড়ে পড়ে। তবে বিমানের দুজন পাইলট অক্ষত রয়েছেন। সকাল সাড়ে ১১টায় এ দুর্ঘটনা ঘটে।
বিমানবাহিনীর একটি সূত্রে জানা যায়, সকাল সাড়ে ১০টায় যশোর বিমানবন্দর থেকে প্রশিক্ষণ বিমান পিটি-৬ নিয়ে পাইলট অফিসার জামিল ও স্কোয়াড্রন লিডার ফারুক আকাশে
উড্ডয়ন করেন। ঘণ্টাখানেক উড়ার পর বিমানটির যান্ত্রিক ত্রুটি দেখা দিলে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে মাহিদিয়া গ্রামের আসলামের ধানক্ষেতে আছড়ে পড়ে। এ সময় জমিতে সার দিচ্ছিলেন মাহিদিয়া গ্রামের কামরুল ইসলাম, রুস্তম আলী ও লাইনম্যান ডিপটিউবওয়েলের চালক আলমগীর। বিমান পড়ার পর তারা জামিল ও ফারুককে বিমানের জানালার গ্লাস খুলে উদ্ধার করেন। পরে বিমানবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল থেকে দুই পাইলটকে নিয়ে যান। বিমান পড়ার ঘটনা দেখতে গ্রামবাসী ভিড় জমায়। এদিকে জমিতে বিমান পড়ার ঘটনায় প্রায় ২০ বিঘা জমির রোপা ধান নষ্ট হয়ে গেছে। গ্রামবাসী ধানের ক্ষতিপূরণ দাবি করেছে।
একটি মন্তব্য পোস্ট করুন