GuidePedia

0
ভুয়া ছবিতে তোলপাড় ফেসবুক

ভুয়া ছবিতে তোলপাড় ফেসবুক


নরেন্দ্র মোদীর সভা টিভিতে দেখছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাও। এমন একটা ভুয়া ছবি ঘুরে বেড়াচ্ছে ফেসবুকে। মোদীর পালে হাওয়া টানতে বিজেপির টেক বিশেষজ্ঞরা যেভাবে ঝাঁপিয়ে পড়ছেন হয়তো তারই এটা একটা নমুন এই ক্যাপশন।

ফেসবুকে প্রচুর শেয়ার হওয়া ওই ছবিতে দেখা যাচ্ছে মার্কিন প্রেসিডেন্ট মোদীর ভাষণ শুনছেন (ছবিতে) আসলে ওই ছবিটি তিন বছর আগে জানুয়ারিতে তোলা। ছবিটি তোলা হয়েছিল ওবামা যখন হোয়াইট হাউসে বসে তৎকালীন মিসরের প্রেসিডেন্ট হুসনে মুবারকের বক্তব্য শুনছেন।
ফটোশপের কায়দায় মুবারকের মুখ কেটে মোদীর মুখ বসিয়ে দেওয়া হয়েছে। সাধারণ চোখে বোঝার উপায় নেই এটা আসলে কারসাজি। বিজেপির দাবি এই ছবিটির সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই। জিনিউজ

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top