যেভাবে "৩৬৪" দিনে হয়েছিল ১ বছর!

ছোটবেলা থেকে শিখে আসা একটি সাধারণ জিনিষ ৩৬৫ দিনে ১ বছর। লিপ ইয়ার হলে ৩৬৬ দিন হয়। কিন্তু ৩৬৪ দিনে ১ বছর খুবই অবাক করা একটি তথ্য। কারণ, নিয়ম অনুসারে এটা ঘটা সম্ভব নয়। কিন্তু সকল নিয়মের বাঁধ ভেঙে এই অদ্ভুত ঘটনাও ঘটেছে পৃথিবীতে। পালিত হয়েছে ৩৬৪ দিনে ১ বছর।
ডিসেম্বর মাস ৩১ দিনের হলেও ২০১১ সালের ৩০ ডিসেম্বর দিনটি ছিল না দক্ষিন প্রশান্ত মহাসাগরীয় ছোট্ট দ্বীপ সামোয়া ও টোকিলোতে। অর্থাৎ এই দুটি দ্বীপের বাসিন্দারা ২০১১ সালটি পালন করেছে ৩৬৪ দিনের বছর হিসেবে। ২৯ ডিসেম্বর রাত্রি ১২ টা অর্থাৎ মধ্য রাতের পর সামোয়া ও টোকিলোর বাসিন্দারা পা দেন ৩১ ডিসেম্বরে। মাঝের দিনটা অর্থাৎ ৩০ ডিসেম্বর যেন তাদের ক্যালেন্ডার থেকে গায়েব হয়ে গিয়েছিল ২০১১ সালে। বছর শেষ হবার একদিন আগেই সামোয়া ও প্রতিবেশী দ্বীপ টোকিলোর বাসিন্দারা মেতে ওঠেন বর্ষ শেষের আনন্দে। কি? গোলমেলে লাগছে ব্যাপারটি? আসুন জেনে নিই তারা কি কারণে বাদ দিয়েছিলেন এই ১ টি দিন তাদের জীবন থেকে।
আন্তর্জাতিক তারিখ রেখার পূর্বে ও পশ্চিমে ১ দিন অর্থাৎ ২৪ ঘণ্টার ব্যবধান হয়। ১১৯ বছর আগে একদল মার্কিন ব্যবসায়ী এই দ্বীপের লোকজনকে বুঝিয়ে আমেরিকার সাথে বাণিজ্যিক সম্পর্ক করিয়ে দেন। এবং এর জন্য নিজেদের বাণিজ্যিক স্বার্থের কথা ভেবে আমেরিকার সাথে তাল মিলিয়ে সামোয়া এবং টোকিলোর বাসিন্দারা নিজেদের সময় পাল্টে নেন। কিন্তু এর জন্য তাদেরকে প্রায় ২১ ঘণ্টা সময় পিছিয়ে থাকতে হয়েছিল অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড থেকে। এতে তাদের লাভের থেকে ক্ষতিই হচ্ছিল বেশি। তাই অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের সাথে সমতা বজায় ও পিছিয়ে থাকা ২১ ঘণ্টা এগিয়ে আনতে সামোয়া প্রশাসন ২০১১ সালের মে মাসে সিদ্ধান্ত নেন তারা তাদের চলমান বছরটির শেষ একটি দিন বিসর্জন দেবেন। আর সে কারনেই ২৯ এর পরেই তারা চলে যায় ৩১ এ। পুরোপুরি গায়েব হয়ে যায় মাঝের ৩০ ডিসেম্বর। বছর হয় ৩৬৪ দিনের।
একটি মন্তব্য পোস্ট করুন