নতুন গিনেজ রেকর্ডেও থাকতে পারে মোবাইল অপারেটর

দেশের শীর্ষ মোবাইল অপারেটর রবির সহযোগিতায় বিশাল আকৃতির জাতীয় পতাকা তৈরীর মাধ্যমে গিনেজ বুক অব রেকর্ডে নাম লেখিয়েছে বাংলাদেশ। এবার জাতীয় সংগীত গাওয়ানোর মধ্যদিয়ে নতুন বিশ্ব রেকর্ডের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। একাধিক সূত্রে জানা গেছে, এবারের নতুন গিনেজ রেকর্ডেও মোবাইল অপারেটরের সম্পৃক্ততা থাকতে পারে।
বাংলাদেশ ২০০২ সালে টেবিল টেনিস খেলোয়াড় জোবেরা রহমান লিনু’র মাধ্যমে বাংলাদেশ গিনেজ বুকে প্রথমবারের মতো অংশ নেওয়ার সুযোগ পায়। আর সর্বশেষ গত ১৬ ডিসেম্বরে বিজয় দিবসে এক সঙ্গে ২৭ হাজার লোক দিয়ে বিশাল আকৃতির জাতীয় পতাকা তৈরীর মাধ্যমে গিনেজ বুক অব রেকর্ডে নাম তুলেছে বাংলাদেশ।
আগামী ২৬ মার্চ স্বাধীনতা দিবসে জাতীয় প্র্যারেড স্কোয়াডে এক সঙ্গে তিন লাখ লোককের জাতীয় সংগীত গাওয়ার আয়োজন করতে ইতিমধ্যে কাজ শুরু করেছে সেনাবাহিনী। তাদের সঙ্গে রয়েছে অন্যান্য বাহিনী এবং সরকারের কয়েকটি মন্ত্রনালয়। সশস্ত্র বাহিনীর বেসামরিক ও সামরিক সংযোগ পরিদপ্তর এই বিষয়টি নিয়ে কাজ করছে বলে জানিয়েছে সূত্র। গত মঙ্গলবার এ বিষয়ে একটি বৈঠকও অনুষ্ঠিত হয়।
প্রসঙ্গত, এক সঙ্গে জাতীয় সংগীত গাওয়ার বর্তমান রেকর্ড রয়েছে ভারতের দখলে। গত বছর ৬ মে তারা এক সঙ্গে ১ লাখ ২১ হাজার ৬৫৩ জনকে দিয়ে জাতীয় সংগীত গাইয়ে এই রেকর্ড করে। লক্ষ্মনৌতে ওই আয়োজন করেছিল শাহারা ইন্ডিয়া পাওয়ার। তার আগে ৪৪ হাজার ২০০ জনকে দিয়ে জাতীয় সংগীত গাইয়ে রেকর্ড করেছিল পাকিস্তান ২০১২ সালের অক্টোবরে।
একটি মন্তব্য পোস্ট করুন