বলিউডের সেরা পাঁচ বিশ্বাসঘাতক তারকা

সম্পর্ক ভাঙা-গড়ার আরেক নাম রূপালি জগৎ। আর সেদিক থেকে বলিউডের জবাবই নেই। আজ এই জুটির মধ্যে সম্পর্ক তো কাল অন্যকারো সাথে। একটি সম্পর্ক পরিপক্ব না হতেই নায়ক নায়িকারা জড়িয়ে পড়েন নতুন কোন সম্পর্কে। অনেক সময় কেউ কাউকে না জানিয়েই ডুব দেন নতুন সম্পর্কে। যা বিশ্বাসঘাতকতারই শামিল। আর সম্পর্ক ভাঙা মানেই সেই একসাথে অভিনয়ে অসম্মতি যার ফলে এই বিশ্বাসঘাতকতার শিকার হয়েছে বলিউড জগতও। বলিউডের এমনই কিছু বিশ্বাসঘাতক তারকাদের নিয়ে প্রিয়.কম’র আজকের আয়োজন।
বিশ্বাসঘাতক বলিউড স্টারের তালিকায় প্রথম সারিতেই রয়েছেন সাইফ আলি খান। সুন্দরী নায়িকাদের প্রেমে পড়তে খুব বেশি সময় নষ্ট করেননি এই অভিনেতা। চলচ্চিত্র জগতে প্রবেশ করেই তার থেকে বয়সে বড় অভিনেত্রী অমৃতা সিংয়ের প্রেমে পড়েন সাইফ আলি খান। প্রেমকে বিয়েতেও রূপ দেন এই অভিনেতা। দুই ছেলেমেয়ের জনক এই স্টার বাবা(সাইফ আলি খান) আবারও প্রেমে পড়েন রোজা ক্যাটলানের এবং যথারীতি বেজে গেল ১ম বিয়ের বিচ্ছেদের ঘণ্টা। পরবর্তীতে খুব বেশি দিন সুন্দরী রোজাও ধরে রাখতে পারেননি এই প্রেমিকমনা অভিনেতাকে। দুটি সম্পর্কের মধ্য দিয়ে আসা এই চার্মিং হিরো সম্প্রতি আবারও প্রেমে পড়ে বিয়ে করেন আরেক সুপারস্টার নায়িকা কারিনা কাপুরকে। এখন দেখার পালা কতোটা বিশ্বস্ততার সাথে তৃতীয় সম্পর্কটি ধরে রাখতে পারেন এই অভিনেতা।
স্বামী সাইফ আলি খানের থেকে কোন অংশে কম যান না কারিনা কাপুর খানও। পতৌদি পরিবারের এই বউ কারিনার রয়েছে একাধিক প্রেমের গল্পও। ঋত্বিক রোশনের বিপরীতে 'কাহোনা পেয়ার হে' চলচ্চিত্র দিয়ে বলিউড জগতে অভিষেকের কথা অনুযায়ী বেশ কয়েকটি দৃশ্যে অভিনয়ও করেন বেবো কিন্তু নানা জটিলতার কারণে প্রকৃতপক্ষে পুরো ছবিটি করা হয়নি এই অভিনেত্রীর। কিন্তু তাতে কি? এরইমধ্যে বাতাসে ভাসতে থাকে ঋত্বিকের সাথে তার প্রেমের গুঞ্জন। যদিও বাল্যকালের প্রেমিকা সুজানকে বিয়ে করে সল্প সময়ের এই প্রেমের গুঞ্জনে পানি ঢালেন ঋত্বিক রোশন। এখানে কারিনা-ঋত্বিক গুঞ্জন শেষ হলেও নিউকামার শহীদ কাপুরের সাথে প্রেমে জড়িয়ে আবারও লাইম লাইটে চলে আসেন এই নায়িকা। পুরো বলিউড পাড়া তখন শহীদ-কারিনার জ্বরে ভুগলেও ‘তালাশ’ ছবির শুটিংয়ে কারিনা প্রেমে পড়ে যান সহ-অভিনেতা সাইফ আলি খানের।
নৈতিক ভাবে গ্রহণযোগ্য হতেও পারে আবার নাও হতে পারে, যে ভালোবাসা তার নিজস্ব গতিতেই চলে এবং ইহা পরিবর্তনশীল। মিঃ পারফেক্টশনিস্ট আমির খানের নায়িকাদের প্রতি দুর্বলতার কথা সবারই জানা। এমনও কথিত আছে যে প্রত্যেক সিনেমার নায়িকাদের সাথে একটু-আধটু প্রেমের গুলতি খেলেছেন এই সুপারস্টার। রক্ষণশীল মুসলিম পরিবারের ছেলে হওয়ায় চলচ্চিত্রে প্রবেশে অনেক ঝামেলা পোহাতে হয়েছে তাকে। পরবর্তীতে চলচ্চিত্র জগতে প্রবেশ করলেও বিবাহিত হওয়া সত্ত্বেও নিজেকে সিঙ্গেল বলেই পরিচিত করান রূপালি জগতে। জেসিকা হেইন্সের প্রেমে পরে ১ম স্ত্রী রিনা শর্মার সাথে বিবাহ বিচ্ছেদ ঘটান এই অভিনেতা। বেশিদিন স্থায়ী হয়নি জেসিকা-আমিরের প্রেম কেননা এরইমধ্যে আমির খানের হৃদয়ে জায়গা করে নেন কিরণ রাও।
বলিউড বিশ্বাসঘাতকদের নিয়ে কথা হচ্ছে আর এই তালিকা থেকে বাদ পড়বেন রণবীর কাপুর এবং দীপিকা পাডুকোন তাতো হয়েই পারে না। সোনম কাপুরের বিপরীতে সঞ্জয় লীলা বনশালির ‘সাওয়ারিয়া’ চলচ্চিত্রের মাধ্যমে বলিউডে অভিষেক ঘটে রণবীর কাপুরের। প্রথম চলচ্চিত্রের নায়িকা সোনাম কাপুরের সাথে প্রেমের সম্পর্কে বাঁধ সাধেন আরেক আবেদনময়ী নায়িকা দীপিকা পাডুকোন। কিন্তু দীপিকার সাথে প্রেমের সম্পর্কটিও স্থায়ী হয়নি কেননা প্রেমিকা দীপিকার মন কেঁড়ে নিয়েছিল শিল্পপতি সিদ্ধার্থ মালিয়া আর রণবীরের মন কেঁড়ে নিয়েছিল ক্যাটরিনা কাইফ।
নতুন প্রজন্মের নায়ক নায়িকারাই কেবল মাত্র বিশ্বাস ভঙ্গের কারণে খবরে এসেছেন এমনটা নয়। দুই ভাই অনীল কাপুর এবং বনি কাপুর সুন্দরী কোন মেয়ে দেখলে বেমালুম ভুলে যেতেন তাদের সন্তান এবং স্ত্রীর কথা। প্রযোজক বনি কাপুর ১ম স্ত্রী অর্জুন কাপুরের মাকে ছেড়ে বিয়ে করেন শ্রীদেবিকে।
সুত্র: টাইমস অব ইন্ডিয়া
একটি মন্তব্য পোস্ট করুন