GuidePedia

0
বছরজুড়ে পর্দায় যেসব তারকারা

বিনোদন : চলতি বছর রুপালি পর্দা কাঁপাবেন নবীন প্রজন্মের সাত তারকা। তারা হলেন- বিদ্যা সিনহা মীম, বাপ্পী চৌধুরী, মাহিয়া মাহি, ববি, সাইমন, সাগর ও শম্পা।

বিদ্যা সিনহা মীম
এরমধ্যে মীমের তিনটি ছবি মুক্তি পাবে। ছবিগুলো হলো-’জোনাকির আলো’, ‘পদ্মপাতার জল’ ও ‘তুমি সন্ধ্যারও মেঘমালা’ তিনটি ছবিতেই ইমনের বিপরীতে অভিনয় করেছেন তিনি। এছাড়া বর্তমানে মীম মোস্তফা কামাল রাজের ‘তারকাঁটার’ শুটিং করছেন।

বাপ্পী চৌধুরী
নবীন প্রজন্মের সবচেয়ে আলোচিত চিত্রনায়ক বাপ্পী চৌধুরীর মুক্তি পাবে ছয়-সাতটি ছবি। এরমধ্যে গত সপ্তাহে মুক্তি পেয়েছে তার ‘কি দারুণ দেখতে’ ছবিটি। পর্যায়ক্রমে মুক্তি পাবে ‘দবির সাহেবের সংসার’, ‘আই ডোন্ট কেয়ার’, ‘ওয়ান ওয়ে’, ‘আজব প্রেম’, ‘হানিমুন’ ও ‘লাভ এক্সপ্রেস’।

বাপ্পী চৌধুরী বলেন, "প্রায়ই নতুন নতুন ছবির প্রস্তাব আসে। কিন্তু সবগুলোয় তো আর কাজ করা সম্ভব নয়। বর্তমানে আমি আট-দশটি ছবির শুটিং করছি। এ নিয়ে দিনরাত ব্যস্ত থাকতে হচ্ছে। আশা করি, এর অধিকাংশ ছবিই চলতি বছর মুক্তি পাবে।"

মাহিয়া মাহি
আলোচিত অভিনেত্রী মাহিয়া মাহিরও হাফডজন ছবি মুক্তি পাবে বলে জানা গেছে। এরমধ্যে ‘অগ্নি’ ছবিটি ভালোবাসা দিবসে মুক্তির তারিখ নির্ধারণ করা হয়েছে। মুক্তির মিছিলে রয়েছে ‘দবির সাহেবের সংসার’, ‘দেশা-দ্য লিডার’, ‘ময়নামতি’ ইত্যাদি।

ববি
ববির মুক্তি পাচ্ছে পাঁচটি ছবি। এগুলোর মধ্যে রয়েছে- ‘আই ডোন্ট কেয়ার’, ‘স্বপ্নছোঁয়া’, ‘অ্যাকশন জেসমিন’, ‘ওয়ান ওয়ে’ ও ‘হিরো-দ্য সুপারস্টার’।

সাইমন
এদিকে আজ মুক্তি পাচ্ছে চিত্রনায়ক সাইমনের ‘তোমার কাছে ঋণি’ ছবিটি। শাহাদাৎ হোসেন লিটনের পরিচালনায় এতে তার বিপরীতে অভিনয় করেছেন তমা মির্জা। গতকাল তিনি দেবাশীষ বিশ্বাসের ‘মন জ্বলে’ ছবিতেও চুক্তিবদ্ধ হয়েছেন। এছাড়া বছরজুড়ে তার আরো দু’তিনটি ছবি মুক্তি পাওয়ার কথা রয়েছে। সাগর-শম্পা জুটি প্রায় অর্ধডজন ছবিতে একসঙ্গে অভিনয় করেছেন। এরমধ্যে গত সপ্তাহে তাদের অভিনীত ‘মনের মধ্যে লেখা’ ছবিটি মুক্তি পেয়েছে। মুক্তির প্রতীক্ষায় রয়েছে- ‘গ্যাংস্টার রিটার্নস’, ‘ওয়ান ওয়ে রোড’, ‘এক্সিউজ মি’ ছবিগুলো। সব মিলিয়ে চলতি বছর প্রেক্ষাগৃহগুলো নবীনদের দখলেই থাকবে। অন্যদিকে সিনিয়র শিল্পীদেরও কিছু ছবি মুক্তি পাবে। তবে নবীনদের তুলনায় তাদের ছবির সংখ্যা খুবই কম।

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top