GuidePedia

0

স্বর্ণ পান করলে ক্যানসার রোধ সম্ভব বলে দাবি করেছেন গবেষকরা।

ভারতীয় সংবাদমাধ্যম জিবাংলা এক প্রতিবেদনে জানিয়েছ, নেদারল্যান্ডে গ্রোনিনজেন বিশ্ববিদ্যালয়ের গবেষক এ্যাঞ্জেলা ক্যাসিনো জানান- ক্যাফিন সংক্রান্ত কোনো পানীয়র সঙ্গে স্বল্প পরিমান সোনা মিশিয়ে পান করলে ক্যানসারকে জয় করা যায়।

জিবাংলা বলছে, আমরা সাধারণত প্রতিদিনই ক্যাফিন স্বল্পবিস্তর পান করি। ক্যাফিন হচ্ছে একপ্রকার তিক্ত ক্ষার যা কফি, চা, চকোলেট সহ ৫৬ রকম গাছ ও পাতায় এই পর্দাথটি থাকে।

তবে আপনি যদি গ্যালন গ্যালন কফি, চা পান করেন তার মধ্যে থাকা ক্যাফিন আপনার শরীরকে হিতে বিপরীত করতে পারে।

বিজ্ঞানীরা মনে করছেন সঠিক পরিমানে ক্যাফিন ও সোনার মিশ্রিত পানীয় ক্যানসারের কোষগুলিকে বৃদ্ধিতে বাধা দেয়।প্রতিবেদনে বলা হয়েছে, ইতিমধ্যে বিজ্ঞানীরা সাত রকম ক্যামিকেল দিয়ে তৈরি করছেন ক্যাফিন গোল্ড (caffeine-based gold (I) N-heterocyclic carbenes) এবং এটি নিয়ে আররো গবেষণা চলছে।

এই যৌগ পর্দাথটি ক্যানসার কোষ যেমন বৃদ্ধি করতে দেয় না তেমনি “জি-কুয়াডরুপলেক্স” একটি ডিএনএ আর্কিটেকচারকে প্রতিনিয়ত আক্রমণ করে যেখানে ক্যানসার লুকিয়ে থাকে।

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top