GuidePedia

0
হাটতে গিয়ে কোটিপতি!

কুকুরকে নিয়ে হাটতে বের হয়ে ‘কোটিপাতি’ বনে গেছেন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার এক দম্পতি। তারা বিপুল পরিমাণ স্বর্ণমুদ্রা খুঁজে পেয়েছেন। ওই সোনার মুদ্রাগুলোর বর্তমান মূল্য আনুমানিক ১ কোটি মার্কিন ডলার। এগুলো ১৮৪৭ থেকে ১৮৯৪ সালের মধ্যে তৈরি ১৪২৭ টি সোনার মুদ্রা এবং কখনো ব্যবহূত হয়নি। একদম নতুন অবস্থায় পেয়েছেন তারা। যুক্তরাষ্ট্রের ইতিহাসে এটিই সম্ভবত মাটির নিচ থেকে পাওয়া সর্ববৃহত্ গুপ্তধন। মুদ্রাবিশেষজ্ঞ ডেভিড ম্যাকার্থি বলেন, ‘জাহাজের ধ্বংসাবশেষ থেকে অনেক বেশি সংখ্যক সোনার মুদ্রা খুঁজে পাওয়ার কথা আমরা শুনেছি। কিন্তু মাটির নিচ থেকে এই পরিমাণ মুদ্রা পাওয়ার কথা এখনো শুনিনি। আমি উত্তর আমেরিকায় এই পরিমাণ মূল্যমানের এবং এত অক্ষত অবস্থায় থাকা সোনার মুদ্রা কখনো দেখিনি।’ ওই দম্পতি ক্যালিফোর্নিয়ার এক প্রত্যন্ত অঞ্চলে বাস করেন। ওই দম্পতি আমাজনের মাধ্যমে মুদ্রাগুলো বিক্রির পরিকল্পনা করছেন। -বিবিসি

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top