বিশ্বের সবচেয়ে লম্বা নারী

২৮ বছরের বিশ্বের সবচেয়ে লম্বা নারী। ভারতের পশ্চিমবঙ্গের সিদ্দিকা পারভিন। সম্প্রতি নয়াদিল্লিতে অস্ত্রোপচার করে তার মস্তিষ্ক থেকে একটি টিউমার বের করা হয়। ফলে স্বাভাবিক জীবন ফিরে পান তিনি। সিদ্দিকার উচ্চতা আনুমানিক ৭ ফুট ৮ ইঞ্চি। সম্প্রতি গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকড তাকে বিশ্বের সবচেয়ে লম্বা নারীর স্বীকৃতি দিয়েছে। এর আগে রেকর্ডটি ছিল চীনের ইয়াও ডেফেনের। তিনি ৭ ফুট ৭ ইঞ্চি। দিনাজপুরের মেয়ে সিদ্দিকা ১০ বছর বয়স থেকে অস্বাভাবিক হারে লম্বা হতে থাকেন। মস্তিষ্কের টিউমারটির কারণেই নাকি সিদ্দিকা লম্বা হচ্ছিলেন। টিউমারের কারণে অতিরিক্ত গ্রোথ হরমোন তৈরি করছিল। লম্ব হওয়ার কারণে তার মেরুদণ্ড ক্রমশ বাঁকা হচ্ছিল। কয়েক বছর ধরে তিনি সোজা হয়ে দাঁড়াতে পারছিলেন না। এমন অবস্থা অব্যাহত থাকলে তার অন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা ছিল।
নয়াদিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেসে তার অস্ত্রোপচার হয়। প্রতিষ্ঠানটির নিউরোসার্জন ডা. আশিষ সুরি বলেছেন, অস্ত্রোপচারের জন্য বিশেষ টেবিল ব্যবহার করতে হয়েছে। টিউমারটি নাকের গোড়া পর্যন্ত চলে আসায় তিনি দৃষ্টিহীন হয়ে পড়ছিলেন।
বিস্ময়কর সব তথ্য /শেয়ার করতে ভুলবেন না
একটি মন্তব্য পোস্ট করুন