রাত তখন সাড়ে নয়টা। এফডিসি’র সামনের রাস্তায় যানবাহনের বেশ চাপ। দিন শেষে পায়ে হাঁটা ঘরে ফেরা মানুষেরও অভাব নেই। তবে একটা দৃশ্য বেশিরভাগ মানুষকে বাধ্য করছে থমকে দাঁড়িয়ে যেতে। যানবাহনে থাকা মানুষও জানালার ফাঁক গলে মাথা বের করে দিচ্ছে। সবার অবাক দৃষ্টি আটকে আছে একজন প্রৌঢ় মানুষের ওপর। তিনি তখন এক মনে কাদা খাওয়ায় ব্যস্ত!
রাস্তার পাশে ড্রেন থেকে নোংরা কাদা তুলে চেটেপুটে খাচ্ছেন তিনি, যেন মহা স্বাদের কোনো খাবার খাচ্ছেন প্রচন্ড ক্ষুধার্ত একজন মানুষ! ষাটোর্ধ্ব এই মানুষটা কেন এমন নোংরা কাদা খাচ্ছেন? কেউ বলতে পারেন না!
একজন পথচারী বললেন, ‘কামেল লোক তিনি। তাই কাদা খেতে পারছেন!’
কোনো ধর্মীয় বিধানে নোংরা খাওয়ার বিধান নেই, তাহলে তিনি কামেল হলেন কী করে- এমন প্রশ্নের জবাবে পথচারীর পাল্টা প্রশ্ন, ‘আপনি কাদা খাইতে পারবেন?’
এরপর তিনি বললেন, ‘তিনি কামেল লোক বলেই আপনি-আমি যা পারি না, তিনি তা পারেন।’
কাদা খাওয়ার কারণ জানতে শেষে যখন ওই প্রৌঢ় ব্যক্তিকেই প্রশ্ন করা হল, তিনি কোনো উত্তর না করে হঠাৎ ক্ষেপে গিয়ে এই প্রতিবেদককে কাদা ছুঁড়ে মারেন!
ইমুতে কাজ করা হয় 01916373381এটা নতুন নাম্বার বন্দুরা সেক্স করতে কল দেও
উত্তরমুছুন01916373381
সেক্স করলে ১০০ ভাগ সেভ থাকবে
১বার টাই করে দেখ
💜💜অামি Nadiya💜💜
"আমি টাকার বিনিময়ে ফোন ও ভিডিও সেক্স করি
♦♦ফোন সেক্স (অডিও)= ১ঘন্টা=৫০০ টাকা। ( ৩
দিন=১৫০০ টাকা) [১ মাস=৮০০০ টাকা]
( প্রতিদিন ১ ঘন্টা করে) ।
♦♦ভিডিও সেক্স ইমু (Imo)সেক্স = ১ ঘন্টা=১৫০০টাকা ( ৩ দিন=৩০০০ টাকা) ।[১ মাস =১৫,০০০ টাকা]
( প্রতিদিন ১ ঘন্টা করে) ।।
## টাকা অগ্রিম বিকাশ করতে হবে।
## মোবাইল নাম্বার +বিকাশ নম্বর===01916373381
##বাকিতে কোন কাজ করা হয় না