লেখাপড়ায় যেমন ছিলেন টালিউড তারকারা

দুর্লভ প্রেম বিনোদন : চলচ্চিত্র জগতে এরা একেকজন তাদের জায়গায় সেরা। গান, নাচ, অভিনয় এমন কি অ্যাকশন দৃশ্যেও মাহির এই তারকারা। এদের সম্পর্কে খুটিনাটিই কমবেশি আমরা সবাই জানি। কিন্তু বাস্তব জীবনে লেখাপড়ায় এরা কেমন ছিলেন? নিশ্চয়ই জানতে ইচ্ছা করছে। এবার রইল টালিউড ফিল্ম ইন্ডাস্ট্রির তারকাদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে আয়োজন।
দেব
শিক্ষাগত যোগ্যতা:কম্পিউটার সাইন্সে স্নাতক। অষ্টম শ্রেণীতে ভূগোলে ফেল।
স্বীকারোক্তি: পুরো স্কুলের সময়টায় ভূগোলে আমার অ্যালার্জি ছিল। ভূগোলের প্রতিটি পরীক্ষার আগে আমি সকালবেলা অসুস্থতার ভান ধরতাম। কয়েকদিন ধরে জ্বর, পেটব্যথা দেখাতাম। একবার ক্লাস এইটে আমি ভূগোল পরীক্ষায় একশতে পঁচিশ পাই। যে শিক্ষক বিষয়টি পড়াতেন, তিনি তো আমার ওপর রেগে আগুন। মানচিত্র আঁকার সময়, এক জায়গায় অনেকগুলো ডট দিয়ে দিতাম। তারমধ্যে হয়তো একটা ঠিক হতো।
একবার তো স্যার আমাকে রাগের সঙ্গে বললেন, পুরো শিটটা খেয়ে ফেল। যেন ভূগোল তোমার পেটের মধ্যে ভালো করে ঢুকে। পরের বছর অবশ্য আর খারাপ হয়নি। স্যারের সঙ্গে দেখা করতে গেলে তিনি নিজেই বললেন ভূগোলে আমি কত দুর্বল ছিলাম। তার কথাগুলোর মধ্যে মূল কথা ছিল, ‘দেব, কাশ্মির কোথায় অবস্থিত?’
শ্রাবন্তী
শিক্ষাগত যোগ্যতা: উচ্চ মাধ্যমিক। ৬ষ্ঠ-১০ম শেণী পর্যন্ত গণিতে ফেল।
স্বীকারোক্তি: মা সরস্বতী কোনো অঙ্ক পরীক্ষাতেই আমাকে আশীর্বাদ দেননি। প্রতি সরস্বতী পূজায় আমি তার মুখোমুখি হয়ে অংকে আমার রেজাল্ট ভালো করে দেয়ার জন্য বলতাম। এ বিষয়টাতে আমার রেজাল্ট কখনোই গড়ে বিশের বেশি হতো না। ক্লাস ফোরের ম্যাথ স্যার খুব কড়া ছিলেন। একশতে পনের পেয়েছিলাম। তবে মাধ্যমিকে গিয়ে আমি অংকে হাফ সেঞ্চুরি নাম্বার পেয়েছিলাম। সেটা কীভাবে হয়েছে তা অবশ্য বলব না।
স্বস্তিকা মুখার্জি
শিক্ষাগত যোগ্যতা: ইতিহাসে বিএ। ক্লাস সেভেন থেকে টেন পর্যন্ত গণিতে ফেল।
স্বীকারোক্তি: ক্লাস সেভেন থেকে টেন পর্যন্ত গণিতে ফেল করতাম। তারপর থেকে এ নিয়ে অধ্যবসায় শুরু করি। আমার মনে আছে প্রি-টেস্ট পরীক্ষায় গণিতে ১.৫ মার্ক পেয়েছিলাম। স্যার আমার দিকে উত্তরপত্র ছুড়ে দিয়ে বলেছিলেন, নেক্সট পরীক্ষায় ডাবল পাওয়ার চেষ্টা করো। টেস্ট পরীক্ষার রেজাল্ট দেয়ার পর দেখা গেল কাকতালীয়ভাবে আমি একশতে তিন পেয়েছি। তবে আইসিএসই (ইন্ডিয়ান সার্টিফিকেট অব সেকেন্ডারি এডুকেশন) পরীক্ষায় আমি একশতে ৬৪ পেয়েছিলাম। এর আগে আমি কখনো পঁচিশের বেশি পাইনি। অংক কষা আমার কাছে এভারেস্টে চূড়ার চেয়ে কম কষ্টের মনে হতো না।
রুদ্রনীল ঘোষ
শিক্ষাগত যোগ্যতা: বায়োলজিক্যাল সাইন্সে বিএসসি। ক্লাস এইটে গণিতে ফেল।
স্বীকারোক্তি: আমার এখনো মনে আছে, ক্লাস এইটে গণিতে ফেলের মার্কশিট নিয়ে বাড়ি ফিরলাম, আমার স্কুল শিক্ষক বাবা বললেন, ‘জঘন্য, পরিচয় দিস না। আমাকে বললেন রিকশা চালক হও। আমি ভাবলাম তাকে জিজ্ঞেস করি তিনি ক্লাস এইটে কত পেয়েছিলেন। কিন্তু পারিনি। একটি বিষয়ের নাম বললে নির্দিষ্ট একটা ছবি মাথায় ভাসে। কিন্তু আমি বুঝতে পারি না ৩ এর সঙ্গে ২ গুণ করলে কীভাবে ৬ হয়!
একটি মন্তব্য পোস্ট করুন