GuidePedia
Latest News

0
দুই নেত্রীকে হেও করে সায়ানের গান, ফেসবুকে তোলপাড়কি করেছে তোমার বাবা, কি করেছে স্বামী/গল্প সেসব তোমার চেয়ে কম জানি না আমি। এই গীতিকথায় সায়ানের গান ‘আমিই বাংলাদেশ’ ফেসবুকে ঝড় বইয়ে দিয়েছে।

তরুণ সংগীত শিল্পী সায়ানের গানটি দারুণভাবে আলোচিত হচ্ছে সোস্যাল সাইটগুলোতে।

গানের গীতিকথায় বাংলাদেশের রাজনীতিতে প্রধান দুই নেত্রীর কথাই মূলত প্রাধান্য পায়।

গত ২২ বছর ধরে বাংলাদেশ শাসন করেছেন আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা এবং বিএনপির সভানেত্রী খালেদা জিয়া।

তাদের শাসনামলের বিচিত্র অভিঙ্গতা এবং এই প্রজন্মের তরুণদের রাজনীতি ভাবনা থেকেই এই গানটি সাজানো হয়েছে। তরুণ প্রজন্মের কন্ঠ হিসেবে সাদরে গৃহীত হয়েছে গানটি।

ফেসবুকে গত কয়েকদিনে হাজার হাজার শেয়ার, লাইক ও কমেন্ট পড়ছে।

পুরো গানটি এমন-

কি করেছে তোমার বাবা, কি করেছে স্বামী/ গল্প সেসব তোমার চেয়ে কম জানি না আমি;
তোমার যত কীর্তিকলাপ সেও তো আছে জানা/ ইচ্ছে করেই মুখ খুলি না, বলতে ওসব মানা।
স্বামী বাবার নাম ভাঙিয়ে আর কতকাল খাবে/ এবার ওদের ঘুমোতে দাও, আত্মা শান্তি পাবে,
তাঁদের প্রতি আমার সকল শ্রদ্ধা রেখেই বলি/ খুব বেশী দিন আমার চোখে যায় না দেয়া ধূলি।
আমার মাথায় কাঁঠাল ভেঙে খাওয়ার দিন তো শেষ/ নাম আমার জনগণ, আমি’ই বাংলাদেশ।

বৃক্ষের নাম দিয়ে কি? ফলেই পরিচয়/ রাজারা মিছেই কেবল কথার খৈ ফোটায়,
কেবলই নিজের গীতে বিভোর হয়ে রয়/ দেবতা ফেরেশতা সব, ভুল কি তাদের হয়?
অপরের নিন্দা করেই ভাঙলে কেবল গলা/ নির্বাচনের আগে তোমার শতেক ছলাকলা,
কখনো শান্তি-প্রীতি, কখনো বিক্ষোভ/ আসেলে তো জানি সবই সিংহাসনের লোভ।
আমায় দেখে ভাবছ বুঝি বুদ্ধু-বোকা-সোজা/ সময়ে টের পাবে ঠিক আসলে কে রাজা।
আমার মাথায় কাঁঠাল ভেঙে খাওয়ার দিন তো শেষ/ নাম আমার জনগণ, আমি’ই বাংলাদেশ।

তোমার ওই মনটা বড় বড্ড বেশী ভুলো/ তোমার ওই ইশতেহারে কি কি যেন ছিলো,
যদি দেখি হাতের আঙুল, ভুলে তাদের কাজ/ দিনে দিনে ফুলে ফেঁপে হচ্ছে কলাগাছ।
যদিও তোমার চোখের চশমাটা রঙীন/ চোরদের দশদিন আর গেরস্থের একদিন।
আমাকে রাখলে খুশি মাথায় তুলে রাখি/ নরম নরম গদির প’রে বসতে তোমায় ডাকি।
ধাপ্পাবাজি টের পেলে ঠিক পাল্টে দেবো মন/ সোনা দিয়ে মুড়োলে লাভ হবে না তখন।
আমার মাথায় কাঁঠাল ভেঙে খাওয়ার দিন তো শেষ/ নাম আমার জনগণ, আমি’ই বাংলাদেশ।

সূত্র ঃ ফেসবুক

একটি মন্তব্য পোস্ট করুন

Emoticon
:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top